Daffodil International University

Science & Information Technology => Technology => Technology News => Topic started by: Zannatul Ferdaus on May 08, 2017, 01:39:35 PM

Title: ৩০ হাজার ডলারের সালাদ তৈরির ডিভাইস
Post by: Zannatul Ferdaus on May 08, 2017, 01:39:35 PM
৩০ হাজার ডলারের সালাদ তৈরির ডিভাইস
[/size][/color]

মাত্র এক মিনিটে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট ক্যালরির সালাদ বানিয়ে খাওয়াবে স্যালি। স্পর্শনির্ভর স্ক্রিনসুবিধার ডিভাইসটিতে নির্দিষ্ট সালাদের ছবিতে ক্লিক করলেই সেটিতে থাকা ক্যালরির পরিমাণ জানা যাবে। এক হাজার ধরনের সালাদ তৈরি করতে সক্ষম ডিভাইসটির দাম ৩০ হাজার ডলার।