Daffodil International University
Faculty of Humanities and Social Science => Law => Topic started by: shyful on May 08, 2017, 05:52:10 PM
-
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক মো. ইমান আলী বলেছেন, আইনের মধ্যে থেকে সাক্ষ্য ও যুক্তিতর্ক পর্যালোচনা করে মামলার রায় দিতে হবে। মামলায় আসামি হলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে অপরাধী ভাবলে চলবে না। তিনি বলেন, এমনভাবে বিচার কাজ পরিচালনা করতে হবে যাতে জনমনে ধারনা হয় যে বিচার বিভাগ স্বাধীন। বিচারপতি ইমান আলী বলেন, আমাদের সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। সুপ্রিম কোর্ট মাসদার হোসেন মামলার রায়ে ১২ দফা নির্দেশনা দিয়েছে। এটা বিচার বিভাগের স্বাধীনতার জন্যই দেয়া হয়েছে। আমাদের সংবিধানের অভিভাবক করা হয়েছে সুপ্রিম কোর্টকে।বিচারকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ওপর বিভিন্ন মহল থেকে চাপ, হুমকি আসতে পারে। কিন্তু বিচার কাজে এসব চাপ বা হুমকি আমলে নেওয়া যাবে না। মুক্ত ও নিরপেক্ষভাবে রায় দিতে হবে।সুপ্রিম কোর্ট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে কমনওয়েলথ সচিবালয়ের আইন উপদেষ্টা মার্ক গোথরে, ইংল্যান্ডের বার্মিংহামের এক আদালতের বিচারক শামীম কোরেশী বক্তব্য দেন।মার্ক গোথরে বলেন, আইনের শাসন, মানবাধিকার, বাক স্বাধীনতা, জীবন ও সম্পদের অধিকার, সুশাসন, অর্থনৈতিক ও সামাজিক অধিকার-এসবই বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত। একজন বিচারক হিসেবে আপনাদের কিছু নিয়মনীতি অনুসরণ করতে হবে যা আপনাদের নিরপেক্ষভাবে বিচার কাজ পরিচালনা করতে সাহায্য করবে।
collected and shared from:
http://lawyersclubbangladesh.com/bangla/2017/05/08/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87%E0%A6%87-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%85%E0%A6%AA/#.WRBR__jZPOU.twitter