Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Anuz on May 09, 2017, 02:33:17 PM

Title: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা
Post by: Anuz on May 09, 2017, 02:33:17 PM
কোহলিকে অধিনায়ক করে দলও ঘোষণা করলো ভারত ক্রিকেট বোর্ড।ভারতের ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির এই দলে চমক বলতে শুধু পেসার মোহাম্মদ শামির অন্তর্ভুক্তি। ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটির পর ভারতের হয়ে আর ওয়ানডে খেলেননি শামি। আর চোট কাটিয়ে ফিরেছেন রোহিত শর্মা। তবে হরভজন সিং ফিরতে পারেন বলে শোনা গেলেও তার জায়গা হয়নি।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল: বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, অজিঙ্কা রাহানে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, মানিশ পাণ্ডে, রবিন্দ্র জাদেজা, রবি চন্দন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জাস্প্রিত বুমরাহ, উমেশ যাদব, মোহাম্মদ শামি।