Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Md. Alamgir Hossan on May 16, 2017, 09:36:40 AM

Title: বড় ধারনের পরিবর্তন হবে অাগামী ম্যাচে।
Post by: Md. Alamgir Hossan on May 16, 2017, 09:36:40 AM
বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়েছে অায়ারল্যান্ডের সাথে বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রথম মাচে বাংলাদেশ সংগ্রহ করে ৪ উইকেটে ১৫৭ রান। তামিম ইকবাল ৬৪ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৪৩ রানে অপরাজিত থাকে।
এদিকে সিরিজের দ্বিতীয় ম্যাচে অায়ারল্যান্ডকে ৫১ রানে হারায়ে শুভ সূচনা করেছে নিউজিল্যান্ড।

 
অাগামী ১৭ মে ত্রিদেশী সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিলান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩:৪৫ মিনিটে। সরাসরি দেখা যাবে মাছরাঙা এবং জিটিভিতে। অনলাইনে দেখতে পারবেন অামাদের ওয়েব সাইটে।
তবে বড় ধারনের পরিবর্তন হবে অাগামী ম্যাচে। তার কারন দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি ফিরছে এই ম্যাচে। মাশরাফির পরিবর্তে কে বসে থাকবে। তাসকিন নাকি রুবেল। যতদুর মনে হচ্ছে রুবেলের পরিবর্তে খেলবেন মাশরাফি