Daffodil International University

DIU Activities => Permanent Campus of DIU => Topic started by: Reza. on May 17, 2017, 07:20:04 AM

Title: No body can say Goodbye when death comes.
Post by: Reza. on May 17, 2017, 07:20:04 AM
এক মাত্র মৃত্যুই পারে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে আসলে মানুষ কত অসহায়।
আর আমরা কত ক্ষুদ্র স্বার্থ নিয়ে অকারনে আমাদের সময়ের অপচয় করতেছি। যে সম্পদ অর্জনের জন্য আমরা সারাজীবন যুদ্ধ করি তার পুরোটাই পিছনে ফেলে রেখে যেতে হয়।
আজকে নিজের চোখের সামনে এর উদাহরণ দেখলাম আর অনুভব করলাম।
দুপুর পর্যন্ত যে স্বাভাবিক মানুষ - দুপুর পার না হতেই চলে গেলেন পরপারে। পিছনে পড়ে থাকলো ফ্ল্যাট গাড়ী সব। আপনজনের কান্না বা ভালোবাসা কিছুই আর তাকে ফেরাতে পারে না।
মৃত্যু আসলে কেউই বিদায় নিয়ে যেতে পারেন না। যার যখন ডাক আসে সব ফেলে রেখে চলে যেতে হয়।
যারা মৃত তাদের জন্য কেবল দোয়া করা যেতে পারে। আল্লাহ আমাদের জন্য যা কল্যাণকর শুধু তাই নির্ধারণ করেন।

(আমার ফেসবুক পোস্ট ১৬ - ০৫ - ২০১৭)