Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Md. Alamgir Hossan on May 25, 2017, 08:58:08 AM
-
নিউজিল্যান্ড প্রথম ওভারেই বোলিংয়ে আনে ৩৭ বছর বয়সী অফ-স্পিনার জিতান প্যাটেলকে। প্রথম বলেই এগিয়ে এসে বলটা লং-অন দিয়ে হাওয়ায় ভাসিয়ে দেন তামিম ইকবাল। প্রথম বলেই ছক্কা। আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিলেন ধীরলয়ের ব্যাটিং। কাল প্রথম বলে ছক্কা মেরে আÍবিশ্বাসের জানান দেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। পরে সাব্বির রহমানকে নিয়ে ১৩৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে এগিয়ে দেন জয়ের পথে।
প্রথম বলে ছক্কা মেরে তামিম ছোট্ট একটি রেকর্ডের তালিকায় ঢুকে গেছেন। বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে প্রথম বলে ছয় হাঁকিয়েছেন তিনি। একই ওভারে জিতানের প্রথম বলে পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য সরকার। শুরুতে সৌম্যকে হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপরই ঠাণ্ডা মাথায় নিজের ইনিংসটা টেনে নিয়ে গেছেন তামিম।
টেস্ট প্রথম বলেই ছক্কা মারার ঘটনার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। সেই একমাত্র ঘটনায় বোলার ছিলেন বাংলাদেশের সোহাগ গাজী। ক্রিস গেইলের ছক্কার শিকার হয়েছিলেন সেই ম্যাচে অভিষিক্ত স্পিনার গাজী। তবে ওয়ানডেতে ১৯৯২ সালে ওয়াসিম আকরামকে প্রথম বলে সীমানা ছাড়া করেছিলেন নিউজিল্যান্ডের ওপেনার মার্ক গ্রেটব্যাচ ছয় বছর পর ১৯৯৮ সালে ওয়েস্ট ইন্ডিজের ফিলো ওয়ালেস ভারতের জাভাগাল শ্রীনাথের বলে ছক্কা হাকিয়েছিলেন।
ওই ঘটনাটাও অবশ্য বাংলাদেশে, প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার আরও ছয় বছর পর অস্ট্রেলিয়ার জ্যাসন গিলেস্পির বলে ভারতের বীরেন্দর সেহওয়াগ গ্যালারিতে পাঠিয়েছিলেন বল। পরে ২০১৫ সালে প্রথম বলে অস্ট্রেলিয়ার মিচেল জনসনের বলে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ছয় মারেন। তবে ম্যাচের প্রথম বলে এখনও কেউ ছক্কা মারতে পারেননি। সব ছক্কায় হয়েছে ম্যাচের দ্বিতীয় ইনিংসের প্রথম বলে।
প্রথম বলে একটি রেকর্ড গড়া তামিম শেষ পর্যন্ত ৮০ বলে ওই এক ছক্কা ও ছয় চারে ৬৫ রান করে আউট হয়েছেন। এদিন হাফ সেঞ্চুরি করেছেন সাব্বির রহমানও। তিনিও ৮৩ বলে ৬৫ করে রানআউট হয়ে ফেরেন। তাদের দেখানো পথেই পরে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বহুল প্রতীক্ষিত জয় এনে দেন বাংলাদেশকে।
-
Great Tamim..............
-
Awsome