Daffodil International University

Faculty of Science and Information Technology => Evening Program (FSIT) => Topic started by: obayed on June 19, 2017, 12:37:49 PM

Title: পড়তে পড়তে পড়ার অভ্যাস
Post by: obayed on June 19, 2017, 12:37:49 PM
এই সময়ে হুট করে নেমে আসা বৃষ্টির একাকী সময়টায় বইয়ের পাতায় নিজেকে হারিয়ে নিয়ে যেতে পারেন। দারুণ কিছু বই পড়তে পারেন এখন। আর লম্বা ছুটিতে বই পড়ার মজাই আলাদা। পড়তে পড়তেই বইয়ের পোকা হয়ে ওঠা। পাওলো কোয়েলহোর দ্য আলকেমিস্ট বইয়ের কিশোর সান্তিয়াগো হয়ে মরুর বুকের জীবন খুঁজবেন, নাকি শহরে যান্ত্রিকতায় বিষণ্ন হয়ে জীবনীশক্তি হারাবেন, তা নির্ভর করছে আপনার ওপরই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক এ এস এম আলী আশরাফ বলেন, বই চিন্তাভাবনাকে রঙিন করে। বিভিন্ন ধরনের বই আমাদের ভিন্নভাবে ভাবতে শেখায়। নানা রকমের বই সমসাময়িক অনেক কিছু সম্পর্কে ধ্যানধারণা পাল্টে দেয়। একই সঙ্গে নিজের জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে সাহায্য করে।

পড়ারঅভ্যাস গড়ে তুলতে যে ধরনের বই পড়তে পারেন—

ভ্রমণের বই

ইবনে বতুতা কিংবা মার্কো পোলোর ভ্রমণ নিয়ে ইতিহাসভিত্তিক কোনো বই খুঁজে নিতে পারেন। যে বই আপনাকে একাকী কোথাও নিয়ে যাবে, তা-ই পড়ুন।

ভালোবাসার গল্প

রোমিও-জুলিয়েটের মতো প্রেমকাহিনি না হলেও যে বই পড়লে নিজেকে, নিজের মানুষটাকে ভালোবাসতে, বুঝতে পারবেন, তা পড়তে পারেন কিন্তু।


ছোটগল্পের বই

ছোটগল্পে কিন্তু অল্প বাক্যে অনেক সময় আটকে থাকে। এমন সময় আটকে দেওয়া গল্পের বই পড়ে সময় কাটাতে পারেন।

দ্বীপ-সমুদ্রের ওপর কোনো বই

জলদস্যুদের জাহাজে হারানোর সুযোগ দিতে পারে এমন কোনো বই থেকে নিজের জীবনের অন্য মানে খুঁজে নিন।

রম্য আত্মজীবনী

বেঁচে থাকাটা কি খুব বেশি একঘেয়ে যাচ্ছে আপনার? এমন কারও আত্মজীবনী খুঁজে বের করুন, যার গল্প আপনাকে সামান্য সময়ের জন্য হলেও অন্য কোথাও নিয়ে যাবে।

স্কুলে পড়ে শেষ করতে পারেননি এমন কোনো বই

স্কুলজীবনে হাজারো বই কিনেও না পড়ার রেকর্ড প্রায় সবারই থাকে। এমন কোনো একটি বই খুঁজে বের করে হারিয়ে যান।

বন্ধুত্ব নিয়ে বই

ব্যস্ততা কি বন্ধুত্বকে হালকা করে দেয়? উত্তরটা যাদের হ্যাঁ হবে, তারা বন্ধুত্বকে নতুন করে জানতে খুঁজে নিন এমন কোনো বই।

১০০ বছর আগের কোনো বই পড়ুন

আমাদের আগে কী ছিল?—এমন প্রশ্ন কি মনে উঁকি দেয় না? শার্লক হোমস, ফেলুদা কিংবা সাহিত্যের সব চরিত্র কিন্তু বয়সে আমাদের চেয়ে অনেক ‘সিনিয়র’! যে সালে জন্মেছেন, তার ঠিক ১০০ বছর আগে প্রকাশিত আলোচিত কোনো বই পড়ে সেই সময়টায় হারিয়ে যেতে পারেন কিন্তু!

আপনার বাবা-মা কিংবা সহধর্মীর প্রিয় কোনো বই

বাবা-মা কিংবা সহধর্মিণীর প্রিয় বইটির কোনো দিন খোঁজ নিয়েছেন? না পড়লে এখনই পড়ুন!

যে বইটির চলচ্চিত্র দেখেছেন

অনেক আলোচিত বই নিয়েই সিনেমা তৈরি হয়। কিন্তু সিনেমার ১২০ বা ১৫০ মিনিটে কি আর বইয়ের সবকিছু তুলে ধরা যায়? বিস্তারিত জানতে মূল বইটি পড়ে ফেলুন।

নোবেল পুরস্কার বিজয়ী কোনো লেখকের বই

নিজ সমাজ সাহিত্যের বই পড়ার পাশাপাশি অন্য দুনিয়াতে কী ঘটছে, তা-ও খেয়াল রাখতে পারেন। নোবেল পুরস্কার বিজয়ী কোনো লেখকের অপরিচিত কোনো বই হুট করেই হয়তো জীবনের অন্য কোনো মানে খুঁজে পেতে পারেন।

আপনি ঘুরতে যেতে চান এমন জায়গা নিয়ে কোনো বই

স্বপ্ন-সাধ-সাধ্যের অমিলের কারণে অনেক জায়গায় আমরা ঘুরতে যেতে পারি না। বইয়ের পাতা কিন্তু আপনাকে সেখানে নিয়ে যেতে পারে।
Title: Re: পড়তে পড়তে পড়ার অভ্যাস
Post by: Md. Al-Amin on June 19, 2017, 03:02:29 PM
Imagination is important for reading habit.
Title: Re: পড়তে পড়তে পড়ার অভ্যাস
Post by: milan on July 11, 2017, 06:47:49 PM
Reading Reading & Reading !!
Title: Re: পড়তে পড়তে পড়ার অভ্যাস
Post by: obayed on July 12, 2017, 03:43:58 PM
yes :)