Daffodil International University

Faculty of Allied Health Sciences => Public Health => Topic started by: rumman on June 21, 2017, 12:07:14 PM

Title: Cholesterol decreases in the vaccine
Post by: rumman on June 21, 2017, 12:07:14 PM
মানুষের রক্তে খারাপ কোলেস্টেরল মাত্রা বেড়ে গেলে তা হৃদরোগের ঝুঁকি তৈরি করে। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে অনেকেই নিয়মিত ওষুধ সেবন করে।
কিন্তু ভবিষ্যতে হয়তো ওষুধ দরকার হবে না। অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, তাঁরা এমন একটি টিকা আবিষ্কারের দিকে এগোচ্ছেন, যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করবে।

গবেষকরা জানান, ইতিমধ্যে ইঁদুরের ওপর এর সফল প্রয়োগ হয়েছে। এখন মানুষের ওপর এটি প্রয়োগ করা নিয়ে গবেষণা চলছে। এর অংশ হিসেবে ৭২ জন স্বেচ্ছাসেবকের ওপর এ টিকা প্রয়োগ করে দেখা হচ্ছে, এটি সত্যিই কাজ করছে কি না। সফল হলে প্রতিদিন ওষুধ সেবন করতে হবে না। টিকা দিলেই হৃদরোগের ঝুঁকি কমে যাবে। আগামী ছয় বছরের মধ্যে এ টিকা বাজারে আসতে পারে।

গবেষকরা অবশ্য সতর্ক করে দিয়ে বলেছেন, এটি বাজারে এলেও ব্যায়াম পরিহার করা এবং অধিকমাত্রায় চর্বিযুক্ত খাবার খাওয়া যাবে না। এ টিকা নিলেও স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে। গবেষকরা ধারণা করছেন, প্রতিবছর একবার এ টিকা নেওয়ার প্রয়োজন হতে পারে।

ইঁদুরের ওপর চালানো গবেষণায় দেখা গেছে, একবার এই টিকা প্রয়োগ করায় ১২ মাসে খারাপ কোলেস্টেরলের মাত্রা ৫০ শতাংশ কম ছিল। সূত্র : বিবিসি।

Source: কালের কণ্ঠ ডেস্ক   ২১ জুন, ২০১৭