Daffodil International University
Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: zonaydorrahman on June 24, 2017, 11:32:35 AM
-
ঈদ একটা আনন্দ জড়িত শব্দ, খুব খুশি খুশি একটা ভাব,
এই খুশিতে একটা গাছ প্রাকৃতিক আনন্দ দিতে পারে,
ঈদে কি একটি গাছ আমাদের সঙ্গী হতে পারে?
ঈদ মানে আনন্দ ঈদ মানে সুখে থাকা
একটি গাছ বাড়াবে আমাদের প্রানের সতেজতা,
সতেজতা বাড়ায় সুখ, নিয়ে আসে প্রানে উৎফুল্লতা।
আসুন গাছে লাগাই এই ঈদে
প্রাকৃতিক আনন্দের রশদ বাড়াই গাছে।
ভালথাকি সুখে থাকি
বাঁচি নিয়ে প্রকৃতি
এই ঈদ হোক প্রাকৃতিক
শুধু এতটুকু আমার আকুতি।
বিশেষ ধন্যবাদ (সৈয়দ মিজানুর রাহমান রাজু স্যার)
যার ঈদ শুভেচ্ছায় এই গাছ লাগানোর ভাবনা ছিল
আমার মনে এই চরন গুলি সেখান থেকেই উদয় হল।