Daffodil International University
IT Help Desk => ICT => Topic started by: faruque on July 02, 2017, 10:01:52 AM
-
এটিএম পিন ৪ সংখ্যা হওয়ার 'অদ্ভুত' কারণ
(http://www.bd-pratidin.com/assets/news_images/2017/06/29/91.jpg)
বর্তমানে টাকা তোলার জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো 'অটোমেটেড টেলারিং মেশিন' বা এটিএম বুথ। এর ব্যবহার শুরু হওয়া অর্ধ শতাব্দী পেরিয়ে গেছে। যেকোন সময় টাকা তোলার সুবিধার জন্য দ্রুতই এটি মানুষের আস্থা অর্জন করেছে। কিন্তু একটা প্রশ্ন আমাদের সকলের মনেই থাকে, এটিএম পিন কেন শুধুমাত্র ৪ সংখ্যারই হয়? কিংবা কেন ইন্টারনেট ব্যাংকিং বা আরো অন্যান্য পাসওয়ার্ডের মতো নানা শর্ত আরোপ করা থাকে না?
এ ব্যাপারে জানা যায়, স্কটিশ বৈজ্ঞানিক জন অ্যাড্রিয়ান শেফার্ড-ব্যারন এই মেশিন তৈরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। মূলত তাকেই এটিএমের উদ্ভাবক বলা হয়। যদিও তিনি প্রথমে ৬ সংখ্যার পিনেরই সুপারিশ করেছিলেন, তবে বাধ সাধেন তার স্ত্রী ক্যারোলিন।
আর এর কারণটাও মজার! তার স্ত্রী ৪ সংখ্যার চেয়ে বেশি সংখ্যাবিশিষ্ট কোনো নম্বর মনে রাখতে পারতেন না। তাই স্বামীর সুপারিশ শুনে তিনি পত্রপাঠ তা খারিজ করে দেন। আর তাতেই অ্যাড্রিয়ান ৪ সংখ্যার পাসওয়ার্ডে সিলমোহর দেন।