Daffodil International University

Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: Md. Mirazul Islam (Miraz) on July 11, 2017, 01:09:41 PM

Title: সহজেই অ্যানিমেশন ভিডিও তৈরির সফটওয়্যার
Post by: Md. Mirazul Islam (Miraz) on July 11, 2017, 01:09:41 PM
সহজেই অ্যানিমেশন ভিডিও তৈরির সফটওয়্যার

অফিসের কাজে কিংবা বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমের অংশ হিসেবে প্রায়ই অ্যানিমেশন ব্যবহার করে প্রেজেন্টেশন দিতে হয়। এটি তৈরি করা অনেকের কাছে রীতিমত কঠিন কাজ। তবে সঠিক টুলস ব্যবহার করলে কাজটি সহজে করে ফেলা যায়।এ ছাড়া বিভিন্ন কাজেও অনেক সময় ছোট অ্যানিমেশন ভিডিও তৈরির প্রয়োজন হয়। এ ধরনের কাজ সহজে করে দিবে ভিডিওস্ক্রাইব নামে হোয়াইট বোর্ড অ্যানিমেশন তৈরির সফটওয়্যারটি।

এক নজরে সফটওয়্যারটি ফিচারগুলো

এটির মাধ্যমে পছন্দমত টেক্সট, ফন্টযুক্ত ও তাতে অ্যানিমেশন দেয়া যাবে।হোয়াইট বোর্ড ভিডিও অ্যানিমেশনের ব্র্যাকগ্রাউডে পছন্দের মিউজিক দেওয়া যাবে।

চাইলে মিউজিক ছাড়াও ভিডিও অ্যানিমেশনে ভয়েস যুক্ত করা যাবে সফটওয়্যারটির সাহায্যে।

সহজেই রেখাচিত্রের মাধ্যমে ভিডিও তথ্য দেয়ার সুবিধা রয়েছে এতে।

ভিডিওকে আরও সুন্দর করতে সফটওয়্যারটিতে ডিফল্টভাবে অনেক ছবি রয়েছে।

চাইলে কম্পিউটার থেকে ছবি নিয়েও ভিডিওতে যুক্ত করা যাবে।সফটওয়্যারটি সাহায্যে তৈরি অ্যানিমেশন ভিডিও তৈরি পরে তা সরাসরি ফেইসবুক বা ইউটিউবে শেয়ার করা যাবে। চাইলে কম্পিউটারের হার্ডড্রাইভের সংরক্ষণের সুবিধা রয়েছে।

সফটওয়্যারটি এ ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।

http://www.videoscribe.co/ (http://www.videoscribe.co/)

সফটওয়্যারটি কিনতে আপনাকে মাসে ১২ ডলার ব্যয় করতে হবে। তবে ফ্রি সংস্করণটি ব্যবহার করে হোয়াইটবোর্ড অ্যানিমেশন তৈরি করা যাবে। সেক্ষেত্রে ভিডিওতে জল ছাপ থাকবে ও উচ্চ রেজুলেশনের ভিডিও পাওয়া যাবে না।

Reference Link: http://techshohor.com/software/82951 (http://techshohor.com/software/82951)