Daffodil International University

General Category => Common Forum => Topic started by: shawket on July 12, 2017, 03:47:27 PM

Title: আরো ১০ গ্রহের সন্ধান পেল নাসা, থাকতে পারে প্রাণ
Post by: shawket on July 12, 2017, 03:47:27 PM
সৌরজগতের বাইরে আরো ১০টি নতুন গ্রহের অস্তিত্ব খুঁজে পেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তাদের টেলিস্কোপে ধরা পড়েছে এই ১০ টি গ্রহ। যেখানে থাকতে পারে প্রাণের অস্তিত্ব।
নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাণ সৃষ্টি হতে গেলে যে পরিবেশের প্রয়োজন তা রয়েছে এই গ্রহ গুলিতে। মহাকাশে অন্য গ্রহের অস্তিত্ব সম্পর্কে বহুদিন ধরেই খোঁজ চালাচ্ছিল নাসার কেপলার টেলিস্কোপ।

অভিযান শেষে সোমবার নাসার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এই টেলিস্কোপেই ধরা পড়েছে ৪৯ টি নতুন গ্রহ। যাদের মধ্যে ১০টি রয়েছে প্রাণ সঞ্চার হওয়ার মতো পরিবেশ।

এই বিষয়ে গবেষণা চালানো বিজ্ঞানী মারিও পেরেৎ জানিয়েছেন, সম্ভবত আমরা একা নেই। কারণ চার বছর ধরে খোঁজ চালিয়ে পৃথিবীর মতো আরও কিছু গ্রহের খোঁজ পাওয়া গিয়েছে।

http://www.bd-pratidin.com/features/2017/06/20/241578
Title: Re: আরো ১০ গ্রহের সন্ধান পেল নাসা, থাকতে পারে প্রাণ
Post by: Elahe on July 12, 2017, 05:17:01 PM
Mysterious Universe.
Title: Re: আরো ১০ গ্রহের সন্ধান পেল নাসা, থাকতে পারে প্রাণ
Post by: fahad.faisal on January 29, 2018, 08:22:50 PM
Nice Writing. It was really informative.