Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Anuz on July 12, 2017, 04:22:08 PM

Title: সাস্ট (SUST) জার্নালের অনলাইন সংস্করণ চালু
Post by: Anuz on July 12, 2017, 04:22:08 PM
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাস্ট জার্নালের অনলাইন কার্যক্রম শুরু হয়েছে। গত রোববার সাস্ট জার্নালের ১৩তম সভায় অনলাইন কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া। উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে শিক্ষা ও গবেষণায় দেশে শীর্ষস্থানে অবস্থান করছে। আর সাস্ট জার্নালের অনলাইন সংস্করণ চালু হওয়ার মাধ্যমে গবেষণায় নতুন দ্বার উন্মুক্ত হলো। অনলাইন সংস্করণ চালুর মাধ্যমে জার্নাল প্রকাশনা কার্যক্রমের গতি আরও বৃদ্ধি পাবে।

সাস্ট জার্নাল সম্পাদক অধ্যাপক মো. কামাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জার্নাল সম্পাদনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।