Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: hussainuzaman on July 12, 2017, 04:58:03 PM

Title: স্ক্যান করা ডকুমেন্টকে ঠিক করার কৌশল
Post by: hussainuzaman on July 12, 2017, 04:58:03 PM
(নিজস্ব পোস্টের পুনঃপ্রকাশ)

স্ক্যান করার পর সেই ডকুমেন্টে অনেক অনাকাঙ্খিত জিনিষ চলে আসে। বিশেষ করে স্ক্যান করা পৃষ্টার উল্টা সাইডে যে লেখাগুলো থাকে সেগুলো চলে আসে। নিচের ছবিটা দেখুন, এতে এক সেকেন্ড বিরতিতে স্ক্যান করা ইমেজ আর তারপর সেটা ঠিক করার পর কেমন দেখায় সেটা দেখানো হয়েছে। ঠিক এই কাজটা গিম্পে করতে এক মিনিটের বেশি লাগার কথা না  (GIMP একটি মুক্ত সফটওয়্যার)। শিখতে পরের এনিমেটেড টিউটোরিয়ালটা দেখুন।
(https://lh6.googleusercontent.com/-Srr1b0AFjgM/UmhDJGAWozI/AAAAAAAACQE/2pgzToFQGFI/w800-h455-no/scan_problem.gif)

এবার এটা করার তরিকা:
(https://lh5.googleusercontent.com/-SaAu8V90bhs/UmhBNB4tB0I/AAAAAAAACPc/fsSnsB0798o/w756-h459-no/GIMP-Tuto_Scan.gif)

এনিমেশনের টাইমিংএ সমস্যা হলে, ঐ এনিমেশনটাতে ডান ক্লিক করে কম্পিউটারে সেভ করে রাখতে পারেন। এরপর গিম্প দিয়ে খুলে ধীরে সুস্থে ফ্রেম বাই ফ্রেম দেখতে পারবেন (মেনু থেকে Filters --> Animation --> Playback)।

এই পদ্ধতিতে নিজের নিয়ন্ত্রন থাকে ভালো। কেউ বেশি কৌতুহলী হলে Curves নামক মেনু অপশনের দুই ধাপ উপরে থাকা Threshold অপশনটা পরীক্ষা করে দেখতে পারেন। এক/দুই ক্লিকেই কাজ হয়ে যাবে। :)
Title: Re: স্ক্যান করা ডকুমেন্টকে ঠিক করার কৌশল
Post by: syful_islam on August 08, 2017, 03:18:02 PM
Thanks for helpful information/ directions.
Title: Re: স্ক্যান করা ডকুমেন্টকে ঠিক করার কৌশল
Post by: sazirul on August 09, 2017, 12:29:36 PM
I will Try it. Thanks for sharing!