Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: Md. Sazzadur Ahamed on July 13, 2017, 02:34:32 PM
-
প্রযুক্তিভিত্তিক নতুন উদ্যোগ (স্টার্টআপ) নিয়ে ইউরোপের সবচেয়ে বড় আয়োজন ‘স্ল্যাশ ২০১৭ গ্লোবাল ইমপ্যাক্ট এক্সিলারেটর’-এ দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে ফিনল্যান্ডের হেলসিংকিতে অনুষ্ঠেয় এই আয়োজনে বিনিয়োগকারীদের সামনে নিজেদের উদ্ভাবনী প্রকল্প তুলে ধরতে পারবেন প্রতিযোগীরা।
বাংলাদেশ থেকে এই আয়োজনে প্রতিযোগী নির্বাচনের জন্য ঢাকায় আগামী মাসে শুরু হচ্ছে ‘স্ল্যাশ ২০১৭ গ্লোবাল ইমপ্যাক্ট এক্সিলারেটর’ শীর্ষক প্রতিযোগিতা। বাংলাদেশে এ আয়োজনের দায়িত্ব পেয়েছে এমসিসি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এম-ল্যাব। পৃষ্ঠপোষক কারিগরি সহায়তা দেবে হোয়াইট বোর্ড। এই প্রতিযোগিতায় অংশ নিতে ৩ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে। আগামী ৫ আগস্ট উপস্থাপন প্রতিযোগিতা হবে। এরপর শীর্ষ ১০ প্রতিযোগী নির্বাচন করা হবে। এরপর সেরা তিন এবং সবশেষে বাংলাদেশ থেকে একটি উদ্যোগ হেলসিংকির চূড়ান্ত পর্বে অংশ নেবে।
গত বছর বাংলাদেশ থেকে চূড়ান্ত পর্বে অংশ নিয়েছিল ‘এরএক্স ৭১ লিমিটেড’ এবং ‘টেন মিনিট স্কুল’ নামে দুটি উদ্ভাবনী উদ্যোগ।
প্রতিযোগিতায় নিবন্ধনের ঠিকানা: https://goo.gl/Qf5MHX।