Daffodil International University

IT Help Desk => ICT => Topic started by: faruque on July 13, 2017, 04:29:59 PM

Title: পুরো কম্পিউটারের ব্যাক আপ এখন নতুন গুগল ড্রাইভে
Post by: faruque on July 13, 2017, 04:29:59 PM
পুরো কম্পিউটারের ব্যাক আপ এখন নতুন গুগল ড্রাইভে

(http://www.bd-pratidin.com/assets/news_images/2017/07/13/asdfghj.jpg)

দেরিতে হলেও ব্যাক আপ ও সিংক অ্যাপ চালু করেছে গুগল। এর ফলে আপনি পুরো কম্পিউটার সিস্টেম গুগল ড্রাইভে সংরক্ষণ করতে পারবেন। ২৮ জুন থেকে এ সিস্টেমটি চালু করা হয়েছে। 

এ অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো ছবি, ভিডিও এবং প্রয়োজনীয় নথি একই ফরম্যাটে গুগল ক্লাউডে রাখতে পারবেন। এতে ক্রাশ হওয়া কিংবা অপ্রত্যাশিত দুর্ঘটনায় ভয় থেকে আপনি নিরাপদ থাকতে পারবেন। অ্যাপটি ম্যাক বুক ও পিসিতে ব্যবহার করা যাচ্ছে। ফলে এখন থেকে পুরনো গুগল ড্রাইভ বা গুগল ফটো আপলোডারের প্রয়োজন হচ্ছে না। 

ফাইল রাখার জন্য আপাতত ১৫ গিগাবাইট ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আরও জায়গার দরকার হলে ব্যবহারকারীকে সেটি কিনে নিতে হবে।  সূত্র : সি নেট