Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Shahrear.ns on July 15, 2017, 05:32:49 PM
-
সাধারণ মানুষের কাছে স্বভাবতই একটা আকর্ষণ থাকে কোন দেশের রাষ্ট্র প্রধান (প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী)কেমন বেতন পান।আবার অনেকেই কৌতুহলী সাধারণ সরল প্রশ্ন করেন – প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি’রা কি আসেলেই বেতন পান?!... হ্যাঁ, ওনারাও রাষ্ট্রের কাছ থেকে বেতন পান।
আসুন জেনে নেই আমাদের দেশের প্রধানমন্ত্রী সহ আরো কয়েকটি দেশের রাষ্ট্র প্রধান কে কত টাকা বেতন পান।
শেখ হাসিনা:চলতি বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাসিক বেতন ৫৮ হাজার ৬০০ টাকা থেকে বাড়িয়ে এক লাখ ১৫ হাজার টাকা করা হয়৷ মে মাসে এ সংক্রান্ত একটি বিল পাস হয়৷ বেতন বাড়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাৎসরিক মোট বেতন দাঁড়িয়েছে ১৩ লাখ ৮০ হাজার টাকা বা ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার৷
নরেন্দ্র মোদী:ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছরে বেতন পান ৩০ হাজার ৩০০ মার্কিন ডলার বা ১৯ লাখ ৪৭ হাজার ৬৫৪ রুপী যা বাংলাদেশী টাকায় দাঁড়ায় প্রায় ২৪ লাখ ৬০ হাজার ৩৬০ টাকা।
ডোনাল্ড ট্রাম্প:মার্কিন প্রেসিডেন্টের বেতন বছরে ৪ লাখ ডলার বা প্রায় ৩ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা।
আঙ্গেলা ম্যার্কেল:জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বছরে বেতন হিসেবে পান ২ লাখ ৩৪ হাজার ৪০০ মার্কিন ডলার বা প্রায় ১কোটি ৯০ লাখ ৩৩ হাজার টাকা৷
থেরেসা মে:যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বছরে বেতন পান ১ লাখ ৭৮ হাজার ২৫০ মার্কিন ডলার বা প্রায় ১ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার টাকা।
জাস্টিন ট্রুডো:ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বছরে বেতন পান ২ লাখ ৬০ হাজার ডলার বা প্রায় ২ কোটি ১১ লাক ১২ হাজার টাকা।
রেচেপ তাইয়েপ এর্দোয়ান:তুরস্কের প্রেসিডেন্টের বছরে বেতন ১ লাখ ৯৭ হাজার ডলার বা প্রায় ২ কোটি ৪১ লাখ ১৬ হাজার টাকা।
এমানুয়েল মাক্রোঁ:ফ্রান্সের প্রেসিডেন্টের বেতন বছরে ১ লাখ ৯৪ হাজার মার্কিন ডলার বা প্রায় ১ কোটি ৫৭ লাখ ৫২ হাজার টাকা।
ভ্লাদিমির পুটিন:বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী ও ক্ষমতাধর নেতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেতন অন্যান্যদের তুলনায় খুব একটা বেশি নয়৷ বছরে তিনি পানমাত্র ১ লাখ ৩৬ হাজার মার্কিন ডলার বা প্রায় ১ কোটি ১০ লাখ ৩২ হাজার টাকা।–ডিডব্লিউ