Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: Md. Sazzadur Ahamed on July 19, 2017, 11:40:42 AM

Title: ড্যাফোডিলে বিশেষ প্রশিক্ষণ শুরু
Post by: Md. Sazzadur Ahamed on July 19, 2017, 11:40:42 AM
ক্যামবিয়াম নেটওয়ার্কসের আয়োজনে রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) শুরু হয়েছে চার দিনের ‘ক্যামবিয়াম সার্টিফায়েড টেকনিক্যাল ট্রেনিং কোর্স’ শুরু হয়েছে। গত রোববার শুরু হওয়া এই প্রশিক্ষণ কোর্স কাল বুধবার শেষ হবে। ডিআইইউর উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। ক্যামবিয়াম নেটওয়ার্কসের প্রশিক্ষণ অনুষদের প্রধান মোহিত কারলা ও ঊর্ধ্বতন প্রকৌশলী আনন্দ কাসুলা প্রশিক্ষণ কোর্স পরিচালনা করবেন।