Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: Md. Sazzadur Ahamed on July 19, 2017, 11:43:08 AM
-
চলতি বছরের প্রথমার্ধে বেশ কিছু নতুন ধারার প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। যেগুলো স্বপ্ন দেখছে বিশ্বকে পরিবর্তন করার, পরবর্তী ইউনিকর্ন হতে অর্থাৎ ১০০ কোটি ডলারের বাজারমূল্য অর্জন করতে অথবা একটি সফল ব্যবসাপ্রতিষ্ঠান দাঁড় করাতে। প্রতিবেদনে থাকছে ২০১৭ সালের কিছু গুরুত্বপূর্ণ স্টার্টআপ বা উদ্যোগ সম্পর্কে।
এসেনশিয়াল
যন্ত্র তৈরির প্রতিষ্ঠান এটি। অ্যান্ডি রুবিন এর প্রতিষ্ঠাতা। তিনি মূলত আইফোন ও স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের ফোনগুলোকে টক্কর দেওয়ার জন্য এসেনশিয়াল ফোন নামে একটি স্মার্টফোনের নকশা করেছেন।
অ্যান্ডি রুবিন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নির্মাতা। পরে তা গুগলের কাছে বিক্রি করে বেশ কিছু দিন চাকরিও করেন সেখানে। ২০১৪ সালে গুগল ছেড়ে চলে এসে তৈরি করেন স্টার্টআপ ইনকিউবেটর। আর এর ছত্রছায়ায় তখনই এসেনশিয়াল ফোন নিয়ে গবেষণা শুরু করেন। গত মে মাসে এই স্মার্টফোন সম্পর্কে জানান দেন রুবিন। প্রতিষ্ঠানটি বাল্ব থেকে শুরু করে টোস্টার পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করতে স্মার্ট হোম হাব নিয়েও কাজ করছে।
ব্র্যান্ডলেস
এটি প্যাকেটজাত পণ্য বিক্রির প্রতিষ্ঠান। যেখানে সাবান থেকে শুরু করে অলিভ অয়েল, এমনকি রান্নাঘরের ছুরি সব পাওয়া যাবে। তাদের উপস্থাপনার ধরন কিছুটা ভিন্ন। প্রতিটি পণ্যের জন্য একটি নির্ধারিত দাম ধরা হয়েছে, আর তা হচ্ছে ৩ ডলার, যা প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে কেনা যাবে।
টিনা শারকে ও ইডো ল্যাফলার এর প্রতিষ্ঠাতা। প্রতিটি পণ্যের গায়ে ব্র্যান্ড নাম দিয়ে বড়াই করা হয়। এসবের বাইরে গিয়ে চিন্তা করেছে ব্র্যান্ডলেস। সে জন্যই এই প্রতিষ্ঠানের সব পণ্য পাওয়া যাবে শুধু পণ্যের দাম এবং পণ্যের বর্ণনাসমৃদ্ধ প্যাকেটে। তবে গোপনভাবে ব্র্যান্ডলেস লোগো লাগানো থাকবে।
ফরওয়ার্ড
ফরওয়ার্ড মূলত ভবিষ্যতের চিকিৎসাবিজ্ঞানে রোগনির্ণয়ের যন্ত্র। যেটি গুগল এবং উবারের কয়েকজন সাবেক কর্মকর্তার তত্ত্বাবধানে নকশা করা হয়েছে। এ ছাড়া এটি একজন ডাক্তারের সহকারী হিসেবেও কাজ করবে। যন্ত্রটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে, ফলে একজন ডাক্তার কী বলছেন তা শুনে লিখতে সক্ষম। এটির সেবা গ্রহণ আপাতত ব্যয়সাপেক্ষ। এর সদস্যদের প্রতি মাসে গুনতে হবে ১৪৯ ডলার।
নোমাডিক ভিআর
নোমাডিক ভার্চ্যুয়াল রিয়েলিটি আরকেড তৈরি করেছে, যা একজন ব্যবহারকারী ভিআর (ভার্চ্যুয়াল রিয়ালিটি) হেডসেট পরে এবং পিসি ব্যাকপ্যাক বহন করে ঘরের চারদিকে ঘুরতে পারবে ভার্চ্যুয়াল রিয়েলিটিতে। বলা যেতেই পারে নোমাডিক ভিআর খুব ভালো সময় ধরতে পেরেছে। কারণ বেশ কিছু বিনিয়োগকারী মনে করছেন, ভবিষ্যতের বিনোদনে এই ভিআর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রথম যাঁরা এটি পরীক্ষা করে দেখেছেন, তাঁদের অনুভূতি অসাধারণ!
ডিপম্যাপ
এই স্টার্টআপ কাজ করছে স্বয়ংক্রিয়ভাবে চালিত গাড়ির জন্য ম্যাপ তৈরিতে। স্বয়ংক্রিয় চালিত গাড়ির জন্য ম্যাপ তৈরি করার সবচেয়ে কঠিন কাজ হলো গাড়িটিকে রাস্তা দেখতে হবে এবং তা স্মৃতিতে রাখতে হবে। এর পেছনে যে দলটি কাজ করছে তারা পূর্বে গুগলে কাজ করেছেন। এটি একটি ছোট স্টার্টআপ, তাই অন্যান্য বড় প্রতিষ্ঠানের মতো ঝামেলা না থাকায় সম্ভাবনা রয়েছে অনেক।