Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: Md. Sazzadur Ahamed on July 19, 2017, 11:43:34 AM

Title: বার্তা পাঠানোর অ্যাপ আনছে অ্যামাজন
Post by: Md. Sazzadur Ahamed on July 19, 2017, 11:43:34 AM
অনলাইনে বেচাকেনার ওয়েবসাইটভিত্তিক অ্যামাজন এবার ‘এনিটাইম’ নামে বার্তা আদান-প্রদানের (মেসেজিং) অ্যাপ তৈরি করছে। বর্তমানের মেসেজিং অ্যাপগুলোর সব সুবিধা থাকছে এনিটাইমে। এনিটাইমে যুক্ত হতে ফোন নম্বরের প্রয়োজন পড়বে না। এ ছাড়া এর সব তথ্য হাতের যন্ত্রের বদলে জমা হবে ক্লাউডে। বার্তা পাঠানোর পাশাপাশি থাকছে উচ্চমানের অডিও ও ভিডিও কল করার সুবিধা। থাকছে ছবি, ভিডিও, জিআইএফ ছবি কিংবা ইমোজি ও স্টিকার পাঠানোর সুবিধাও।

এই অ্যাপে নিরাপত্তার বিষয়েও জোর দেওয়া হয়েছে। চ্যাট এনক্রিপশনসহ ব্যক্তিগত বার্তা আদান-প্রদানের সুবিধাও থাকছে এনিটাইম অ্যাপে। এতে গেমও খেলা যাবে যোগাযোগকারীর সঙ্গে। থাকছে লেখা রঙিন করাসহ ছবি বা ভিডিওতে বিভিন্ন আবহ জুড়ে দেওয়ার সুবিধাও। আইফোনের নতুন আইওএস ১১ সংস্করণের আই মেসেজের মতো এনিটাইমেও কোনো কিছুর দাম মেটানোর সুবিধা থাকছে। অনলাইনভিত্তিক ব্যবসায়ীদের জন্য থাকছে আলাদা চ্যাটিং সুবিধা, যেখানে দ্রুত স্বয়ংক্রিয় বার্তা প্রেরণসহ পণ্য বেচাকেনাও করা যাবে। এনিটাইম ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড, আইফোন এবং উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে।

নতুন মেসেজিং অ্যাপ নিয়ে অ্যামাজন অবশ্য এখনো কিছু জানায়নি। মেসেজিং অ্যাপে ব্যবহারকারী কী কী সুবিধা চায়, এ নিয়ে অ্যামাজন ব্যবহারকারীদের মধ্যে একটি জরিপ চালিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এনিটাইম উন্মোচন করা হলে এটিই অ্যামাজনের প্রথম মেসেজিং অ্যাপ হবে তা নয়। চলতি বছরের শুরুর দিকে ব্যবসায়ী গ্রাহকদের জন্য চাইম নামের সেবা তৈরি করে অ্যামাজন।