Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: Md. Sazzadur Ahamed on July 19, 2017, 11:45:57 AM

Title: ল্যাপটপের ব্যাটারি চার্জ করা যাবে তার ছাড়াই
Post by: Md. Sazzadur Ahamed on July 19, 2017, 11:45:57 AM
তার ছাড়া ব্যাটারি চার্জ করা যাবে এমন ল্যাপটপ কম্পিউটার এনেছে ডেল। ‘ডেল লেটিটিউড ৭২৮৫’ মডেলের এই ল্যাপটপের চার্জ হবে তার ছাড়াই। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে এমন ল্যাপটপ তৈরির ঘোষণা দিয়েছিল ডেল। সেটি বাজারে ছাড়া হলো গত বুধবার।
প্রাথমিকভাবে এর দাম ধরা হয়েছে ১ হাজার ২০০ ডলার এবং এতে রয়েছে ইন্টেল কোর আই৫-৭ ওয়াই ৫৪ প্রসেসর, ৮ গিগাবাইট রম এবং ১২৮ গিগাবাইট এসএসডিসহ চমকপ্রদ কিছু হার্ডওয়্যার। এতে ২৮৮০x১৯২০ পিক্সেল রেজল্যুশনের ১২.৩ ইঞ্চি পর্দা রয়েছে। এ ছাড়া ল্যাপটপটিতে রয়েছে ‘উইন্ডোজ হ্যালো’ সমর্থনযোগ্য একটি ফ্রন্ট ক্যামেরা। যার মাধ্যমে ব্যবহারকারী নিজের মুখচ্ছবি ব্যবহার করে কম্পিউটারে সাইন ইন করতে পারবে।
অ্যাপলের ম্যাকবুকের মতোই এই ডেল ল্যাপটপে রয়েছে দুটি থান্ডারবোল্ট ৩ ইউএসবি-সি পোর্ট, মাইক্রোএসডি কার্ড স্লট, সিম কার্ড স্লট এবং একটি হেডফোন জ্যাক। এর চার্জিং পদ্ধতি প্রস্তাবিত গ্যালাক্সি এস ৮ ফোনের মতোই। অর্থাৎ ল্যাপটপটিকে চার্জ করতে একে প্রথমে চার্জিং ম্যাটের ওপর স্থাপন করতে হবে। ডেল লেটিটিউড ৭২৮৫ নামের এই হাইব্রিড ল্যাপটপে তার ছাড়াই ৩০-ওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা যাবে, যা একটি ল্যাপটপ চার্জের জন্য যথেষ্ট। ল্যাপটপটির জন্য অবশ্য ব্যবহারকারীকে আলাদাভাবে একটি তারহীন চার্জিং কি-বোর্ড এবং চার্জিং ম্যাট কিনতে হবে। যার জন্য অতিরিক্ত আরও ৫৫৫ ডলার খরচ করতে হবে। ল্যাপটপটি কি-বোর্ডের সঙ্গে যুক্ত করার সঙ্গে সঙ্গেই চার্জিং ম্যাট প্রথমে ট্যাবলেটটিকে এবং এরপর কি-বোর্ডকে চার্জ করবে।
Title: Re: ল্যাপটপের ব্যাটারি চার্জ করা যাবে তার ছাড়াই
Post by: 710001113 on March 10, 2018, 06:49:26 PM
thanks
Title: Re: ল্যাপটপের ব্যাটারি চার্জ করা যাবে তার ছাড়াই
Post by: 750000045 on March 11, 2018, 05:02:15 PM
Thanks
Title: Re: ল্যাপটপের ব্যাটারি চার্জ করা যাবে তার ছাড়াই
Post by: mosfiqur.ns on March 13, 2018, 02:24:50 PM
 :)
Title: Re: ল্যাপটপের ব্যাটারি চার্জ করা যাবে তার ছাড়াই
Post by: 710001113 on March 13, 2018, 08:59:55 PM
thanks
Title: Re: ল্যাপটপের ব্যাটারি চার্জ করা যাবে তার ছাড়াই
Post by: safayet on March 17, 2018, 01:06:42 PM
Thank you  :)
Title: Re: ল্যাপটপের ব্যাটারি চার্জ করা যাবে তার ছাড়াই
Post by: Shahrear.ns on March 18, 2018, 12:18:10 PM
Good to know. Thanks.