Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Football => Topic started by: Anuz on July 20, 2017, 02:05:17 PM

Title: ‘আমি আর ফিরছি না’ : মোরাতা
Post by: Anuz on July 20, 2017, 02:05:17 PM
তাঁর স্বপ্ন ছিল রিয়াল মাদ্রিদের জার্সি গায়েই ক্যারিয়ার শেষ করা। রিয়ালের একাডেমিতে বেড়ে ওঠা একজন খেলোয়াড়ের কাছ থেকে সমর্থকেরাও এটাই আশা করে। কিন্তু ভক্ত-সমর্থক কিংবা আলভারো মোরাতা—কারও স্বপ্নই পূরণ হচ্ছে না। কাল চেলসি জানিয়ে দিয়েছে, এবার লন্ডনেই দেখা যাবে এই স্ট্রাইকারকে। বিদায়বেলায় নিজের স্বপ্নভঙ্গের কথাও জানিয়ে দিলেন মোরাতা, বলে দিলেন রিয়ালে ফেরার চিন্তা আর মাথায় আনতে চান না।

মোরাতার জন্য চেলসির কত খরচ হচ্ছে, সেটা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, ৮০ মিলিয়ন ইউরো। আর ইংলিশ পত্রপত্রিকায় সে অঙ্কটা কমে যাচ্ছে ৬৫ থেকে ৬৭ মিলিয়নে। যেটাই হোক, অঙ্কটা কোনো স্প্যানিশ খেলোয়াড়ের দলবদলের রেকর্ড ভেঙে ফেলছে। তবে রিয়াল-সমর্থকদের এ নিয়ে ভাবতে বয়েই গেছে, তারা যে মোরাতাকে হারানোর দুঃখ নিয়েই ব্যস্ত।

মোরাতাকে এর আগেও রিয়ালের বাইরে দেখা গেছে। গত মৌসুমে রিয়ালে ফেরার আগে দুই বছর জুভেন্টাসে কাটিয়ে এসেছেন। তাই আরও একবার তাঁকে ফিরে পাওয়ার আশা করতেই পারেন সমর্থক দল। কিন্তু মোরাতা সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন, ‘তৃতীয়বার...না, আমার মনে হয় না আমি আর মাদ্রিদে ফিরব। এটা খুব কঠিন হবে এবং বর্তমানে এ নিয়ে ভাবতে রাজি নই আমি।’