Daffodil International University

DIU Activities => Permanent Campus of DIU => Topic started by: Reza. on August 01, 2017, 11:01:14 PM

Title: Writer's block - to some it is a pain.
Post by: Reza. on August 01, 2017, 11:01:14 PM
রাইটার্স ব্লক বলে একটি কথা আছে। যখন কোন লেখক কিছুদিন লিখতে পারেন না।
এর কারণটা কি?
লেখকের মানসিক অবস্থাই হল রাইটার্স ব্লকের কারণ।
যখন লিখতে গেলে মনে হয় - অযথাই এই লেখা - কেউ মন দিয়ে অনুভব করতেছে না। অথবা লেখার জন্য অজস্র জিনিস মাথার মধ্যে ঘুড়ে - তখনই রাইটার্স ব্লক দেখা দেয়। এছাড়াও লেখক যখন নিখুত একটি লেখা লিখতে চান - তখন রাইটার'স ব্লক দেখা দেয়। এর পিছনের আরো কিছু কারণ হলঃ পারিপার্শ্বিক পরিবর্তন অথবা অস্থির মানসিক অবস্থা। 
লেখক মানেই লিখে চলবেন। লেখার গুরুত্ব অপরিসীম। মন মত লেখা না লিখতে পারলে - লেখকের মনে বেদনা জাগে।
কেউ যদি কিছু লিখে - তাহলে তার রেকর্ড থাকে অনেক বছর পর্যন্ত।
অনেকে থাকেন যারা গুছিয়ে কথা বলতে ততটা পারেন না। কিন্তু খুব সুন্দর লিখতে পারেন। আবার কেউ কেউ থাকেন যারা কথা দিয়ে খুব সুন্দর সব কিছু ম্যানেজ করে ফেলেন কিন্তু লিখতে হলে তারা একেবারেই আনাড়ি।
আবার কেউ কেউ মুখের কথায় রাজা উজির মেরে চলেন সারাদিন। কেউ বা প্রতিশ্রুতির ফুলঝুরি ঝড়িয়ে চলেন নিরন্তর। এই শ্রেণীর মানুষেরা লিখতে ভয় পান - যা তিনি বলতেছেন।
লেখার সাথে সততার যোগাযোগ আছে। অলিখিত কোন কিছুই নির্ভরযোগ্য নয়। অসৎ মানুষেরা সারাজীবনই রাইটার্স ব্লকে ভুগেন। 
তবে আমরা সবাই জীবনে কিছু মানুষের সংস্পর্শে আসি - যাদের মুখের কথাও - অনেকের লেখার থেকে অনেক বেশী নির্ভরযোগ্য।