Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Hajj => Topic started by: faruque on August 26, 2017, 10:55:43 AM

Title: হজ ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেয় : মক্কা গ্র্যান্ড মসজিদের ইমাম
Post by: faruque on August 26, 2017, 10:55:43 AM
হজ ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেয় : মক্কা গ্র্যান্ড মসজিদের ইমাম

(http://www.bd-pratidin.com/assets/news_images/2017/08/26/makka.jpg)

পবিত্র শহর মক্কার গ্র্যান্ড মসজিদের খতিব ও ইমাম বলেছেন, হজ যাত্রীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো মুসলিম উম্মার প্রতি একতা ও সব ধরনের মতবিরোধ পরিত্যাগ করা।

সারা বিশ্ব থেকে হজের উদ্দেশ্যে এবার প্রায় দেড় মিলিয়নেরও বেশি মানুষ সৌদির পবিত্র শহর মক্কায় গিয়েছেন।

 শুক্রবার মক্কার গ্র্যান্ড মসজিদে খুতবা পাঠের সময় ইমাম শেইখ সালে আল তালিব তাদের জীবনের বেশিরভাগ সময় সর্বশক্তিমান আল্লাহর আরাধনা ও ধর্মীয় পবিত্র স্থান রক্ষায় ব্যয় করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, 'মুসলিমদের মধ্যে যে কোনো ধরনের বিভাজন ও সংঘাত তাদের জাহিলিয়ার অন্ধকার দিনগুলোতে (ইসলাম অবতীর্ণ হওয়ার পূর্ব সময়) টেনে নিয়ে যাবে। ' সূত্র : সৌদি গেজেট