Daffodil International University
Faculty of Science and Information Technology => Evening Program (FSIT) => Topic started by: obayed on September 10, 2017, 11:21:49 AM
-
ফেসবুকে রঙিন ব্যাকগ্রাউন্ডের মোটা অক্ষরে স্ট্যাটাস দিয়ে নিশ্চয়ই অনেকেই অভ্যস্ত হয়ে গেছেন? গত বছরের শেষ দিকে এ সুবিধা এনেছিল ফেসবুক কর্তৃপক্ষ। ওই সুবিধাটি এবারে মন্তব্যের ক্ষেত্রেও বাড়াতে যাচ্ছে ফেসবুক। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েবের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক মোবাইল অ্যাপের কয়েকজন ব্যবহারকারী রঙিন মন্তব্য পোস্ট করতে পেরেছেন। ফেসবুক বিষয়টি নিয়ে পরীক্ষা চালাচ্ছে।
ফেসবুক রঙিন মন্তব্য নিয়ে পরীক্ষা চালালেও এটি সবার জন্য উন্মুক্ত করবে এমন ঘোষণা এখনো দেয়নি। ২০০ কোটির বেশি ব্যবহারকারীর সাইটটিতে নানা ফিচার নিয়ে পরীক্ষা চালায় ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের একজন মুখপাত্র ফরচুন ডটকমকে এক ই-মেইল বার্তায় জানিয়েছেন, সব সময় মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতে নতুন পদ্ধতি নিয়ে কাজ করে ফেসবুক। তাই মন্তব্যের ক্ষেত্রেও নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালানো হচ্ছে। কোনো স্ট্যাটাসের নিচে মন্তব্য জানাতে হলে পছন্দের রং নির্বাচন করে তার মধ্যে মন্তব্য করা যাবে। তথ্যসূত্র: দ্য নেক্সট ওয়েব।
-
Wow...........good innovation.
-
Thank you
-
Thanks
-
:) :) :) :)
-
great
-
Darun habe.
-
:) :)