Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Football => Topic started by: Anuz on September 12, 2017, 11:17:19 AM
-
চ্যাম্পিয়নস লিগে আরেকটি বার্সেলোনা-জুভেন্টাস ম্যাচ আজ। ন্যু ক্যাম্পের সমর্থকেরা অপেক্ষায় আছেন, মেসিই জিতিয়ে দেবেন বার্সেলোনাকে। গত মৌসুমে শেষ আটে জুভেন্টাসের কাছে হারের চরম প্রতিশোধ নেবেন। সেবার প্রথম লেগে জোড়া গোল করে জুভেন্টাসকে ৩-০ গোলের জয় এনে দিয়েছিলেন পাওলো দিবালা। ওদিকে জুভ সমর্থকেরা আবারও তরুণ এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ঘিরেই ম্যাচ জয়ের স্বপ্ন দেখছে।
এমন একটি ম্যাচের আগে মেসি-দিবালার মনে কী চলছে? প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়াতে আর্জেন্টিনা দলের আক্রমণভাগে জুটি বাঁধেন তাঁরা। ভাগ্য আজ আবারও তাঁদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে! পেশাদারিতে আবেগের জায়গা কোথায়! জাতীয় দলের বন্ধুত্ব ভুলে যে যাঁর দলকে জেতাতে নিঃসন্দেহে নিজেদের উজাড় করে দেবেন। রোমাঞ্চকর একটি দ্বৈরথের অপেক্ষায় থাকতেই পারে ফুটবল-বিশ্ব।
দুজনের সাম্প্রতিক পারফরম্যান্সও সেই কথাই বলছে। চলতি মৌসুমে বার্সার হয়ে ৫ ম্যাচে ৬ গোল মেসির। গত শনিবার লা লিগায় এসপানিওলের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। মেসির মুখে ফিরে এসেছে পরিচিত সেই হাসি। ইতালিতে দিবালাও গোল করে যাচ্ছেন। ৪ ম্যাচে ৭ গোল করেছেন। এর মধ্যে সিরি ‘আ’তে ৩ ম্যাচ খেলে ৫ গোল। চলতি মৌসুমের পরিসংখ্যানে মেসি-দিবালার পার্থক্য সামান্যই। দুই দলের মুখোমুখি লড়াইতে অতটুকু পার্থক্যও নেই, একেবারে সমানে সমান। ৯ ম্যাচে তিনটি করে জয়, তিনটি করে ড্র, তিনটি করে হার! মেসি-দিবালার দ্বৈরথটাই প্রধানতম। তবে এ ম্যাচে আরও দুই আর্জেন্টাইন সতীর্থের দ্বৈরথ আছে—জুভেন্টাসের গঞ্জালো হিগুয়েইন এবং বার্সার হাভিয়ের মাচেরানো।