Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: Md. Sazzadur Ahamed on September 19, 2017, 05:01:01 PM
-
দেশের মধ্যে ইউটিউবের জন্য সেরা ভিডিও কনটেন্ট নির্মাতাদের খোঁজে একটি প্রতিযোগিতার আয়োজন করছে মোবাইল অপারেটর বাংলালিংক। একে তারা বলছে, অনলাইন রিয়েলিটি শো। এর নাম ‘বাংলালিংক নেক্সট টিউবার’। সোমবার আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগিতার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। প্রতিযোগিতাটি শুরু হওয়ার পর প্রায় দুই মাস চলবে। যেখানে পর্যায়ক্রমে চূড়ান্ত তিন জন প্রতিযোগীকে সেরা হিসেবে বেছে নেবে তারা। দর্শক ভোট ও বিচারকদের রায়ে সেরা কনটেন্ট নির্মাতাকে পুরস্কৃত করবে প্রতিষ্ঠানটি। প্রতিযোগিতায় অংশ নিতে কয়েকটি শর্ত মানতে হবে আগ্রহীদের। যাদের ইউটিউবে ৪০ হাজারের বেশি সাবসস্ক্রাইবার রয়েছে তারা আবেদন করতে পারবেন না। বাংলাদেশের নাগরিকরাই শুধু অংশ নিতে পারবেন প্রতিযোগিতায়। প্রতিযোগীকে ইউটিউবে একটি ভিডিও আপলোড করে ভিডিওটির ইউআরএল এন্ট্রি হিসেবে ‘বাংলালিংক নেক্সট টিউবার’-এর ওয়েবসাইটে সাবমিট করতে হবে।