Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: Md. Sazzadur Ahamed on September 19, 2017, 05:04:24 PM
-
অনলাইনে ঘড়ি বিক্রির প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ই–কমার্স সাইট টাকশাল। সম্প্রতি অনলাইনে ঘড়ি ক্রেতাদের জন্য বিশেষ অফারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বিশেষ কয়েকটি মডেলের ঘড়িতে একটি কিনলে আরেকটি বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ক্যাসিও, জিশক, সোনাটা, ফাস্টট্র্যাক, ওমেগা, রোলেক্স, হাবলট, ট্যাগ হিউয়ার, অ্যাপলের স্মাটওয়াচের মতো ঘড়ি আছে টাকশালে।
টাকশাল ডটকমের প্রধান নির্বাহী মাহাবুব হাসান বলেন, ঘড়ি বিক্রয়ের অনলাইন ঠিকানা হিসেবে সাড়া পেয়েছে টাকশাল। এই সাইটে শুধু ঘড়ি বিক্রি হয়। পণ্য ডেলিভারির ক্ষেত্রে কোনো খরচ নেই ক্রেতাদের। টাকশালের ঠিকানা (www.takshal.com)।
-
Sir, Please buy me one :D :D :D
-
সাইট ডাউন। মনে হয় ঘড়িগুলার ব্যাটারী শেষ ::)
-
nice post
-
Nice Post.. :)