Daffodil International University

Health Tips => Protect your Health/ your Doctor => Body Fitness => Topic started by: Mafruha Akter on September 21, 2017, 04:08:26 PM

Title: কানের পর্দায় আঘাত পেলে
Post by: Mafruha Akter on September 21, 2017, 04:08:26 PM
 কানের পর্দা ছিদ্র বা ফেটে যাওয়ার অন্যতম কারণ কানে আঘাত পাওয়া। তবে কানের ইনফেকশন থেকেও পর্দা ফাটতে পারে। বলাই বাহুল্য, ট্রুমাটিক রূপচার অব ইয়ার ড্রাম বা ফাটা পর্দার চিকিৎসা শিগ্গিরই করলে এ ছিদ্র সেরে যায়।
 
কীভাবে আঘাত লাগে
 
- কানে চড় মারলে বাতাসের চাপ বেড়ে পর্দা ফেটে যায়। কানের পাশে বোম ফাটলেও একই ইফেক্ট হয়।
 
- পানিতে ঝাঁপিয়ে পরলে, পানির ধাক্কায় সমস্যা হয়।
 
- কানের পাশে প্রচণ্ড আওয়াজ হলে কানে প্রদাহ হয়, কানের ভেতরের ছোট ছোট হাড় ও স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়।
 
- কানে সরাসরি আঘাত সবচেয়ে মারাত্মক ট্রুমা। এক্সিডেন্ট বা শক্ত কোনো কিছুর সঙ্গে কানে আঘাত লাগলে কানের আশপাশের হাড় ও কানের মধ্য দিয়ে ব্রেনের এক ধরনের তরল লিক করে।
 
কটনবাড ব্যবহার- কোনো কিছু দিয়ে কান খোঁচালে হঠাৎ ধাক্কায় পর্দা ফেটে যেতে পারে।
 
কী সমস্যা হয় : কান বন্ধ হয়ে কানে কম শুনে, কানে শোঁ শোঁ শব্দ হয়, কানে ব্যথা, মাথা ঘোরানো, কান দিয়ে রক্ত বা পুঁজ বা পানি ঝরতে পারে।
 
করণীয় : কান শুকনো রাখতে হবে। কানের ভেতর তুলা, কটনবাড, পানি ঢুকতে দেয়া যাবে না। মাথায় পানি ঢালা যাবে না। তুলা তেলে ভিজিয়ে চিপে কানে দিয়ে গোসল করতে হবে। নাক চেপে ধরে মুখ ফুলিয়ে কান দিয়ে বাতাস ছাড়ার চেষ্টা করা যাবে না। চিকিৎসকের পরামর্শ নিয়ে বধিরতা ও কানের সমস্যা-জটিলতা রোধ করা যেতে পারে।