Daffodil International University

General Category => Common Forum => Topic started by: Anuz on September 28, 2017, 07:26:35 PM

Title: কাঁসা-পিতল পরিষ্কার করতে
Post by: Anuz on September 28, 2017, 07:26:35 PM
খুব সহজেই দু-তিনটি উপকরণের সহায়তায় পরিষ্কার করে ফেলতে পারবেন। জেনে নিন এক ঝলকে।

পিতল
বাসন মাজার ফোম নিন। ফোমের ওপর লবণ আর লেবুর রস ছিটিয়ে দিন। এবার এটি দিয়ে ভালোভাবে পিতলের বিভিন্ন জিনিস ঘষে নিন। প্রয়োজন মনে করলে পুনরায় লেবুর রস আর লবণ দিয়ে নিন। কালচে ভাব অনেকটাই চলে যাবে। সবশেষে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কাঁসা

খুব পুরোনো কাঁসার জিনিস হলে ডিটারজেন্ট দিয়ে আলতো করে ধুয়ে শুকিয়ে নিন। তুলনামূলক নতুন ও অমসৃণ উপরিভাগ হলে নরম ব্রাশে ডিশ সোপ নিয়ে ঘষুন। চকচকে ভাব চাইলে পিতল মেটাল পলিশ দিয়ে ঘষে নিতে পারেন।

তামা
বাজারে পাওয়া সাধারণ টমেটো সস আর লবণ দিয়েই তামার বিভিন্ন জিনিস পরিষ্কার করে ফেলা সম্ভব। পরিষ্কার কাপড়ের ওপর টমেটো সস আর লবণ একসঙ্গে নিয়ে তামার জিনিস ঘষুন। একটু সময় নিয়েই কাজটা করতে হবে।

রুপা
একটি পাত্রে পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন। পানির দ্বিগুণ বা তিন গুণ পরিমাণ সোডা দিন। মিশ্রণটি মেশানোর পর যেন গঠনটা শক্ত থাকে। এবার কাপড়ে মিশ্রণ নিয়ে রুপার জিনিসের ওপর ভালোভাবে ঘষুন। কালচে দাগ দূর হয়ে চকচক করবে।
Title: Re: কাঁসা-পিতল পরিষ্কার করতে
Post by: fahad.faisal on January 29, 2018, 08:21:18 PM
Nice Writing. It was really informative.