Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: Anuz on September 30, 2017, 09:39:22 AM

Title: শাওমির ‘গুরুত্বপূর্ণ’ বাজার বাংলাদেশ
Post by: Anuz on September 30, 2017, 09:39:22 AM
বাংলাদেশের বাজারে চীনের শাওমি ব্র্যান্ডের স্মার্টফোন এখন জনপ্রিয়। তাই এ দেশের বাজারকে গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় মনে করছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। শাওমি ব্র্যান্ডের পণ্যে ব্যবসায়িক সফলতার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশে শাওমির জাতীয় পরিবেশক প্রতিষ্ঠান সোলার ইলেকট্রো বাংলাদেশ লিমিটেড (এসইবিএল)। শাওমির কাছ থেকে ‘গোল্ডেন পার্টনার’ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।

চীনের বেইজিংয়ে শাওমি ২০১৭-গ্লোবাল পার্টনার সম্মেলনে শাওমির প্রধান নির্বাহী লি জুন এসইবিএলের প্রধান নির্বাহী দেওয়ান কাননের হাতে এ পুরস্কার তুলে দেন। শাওমির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের সম্মেলনে মোট ১০টি দেশকে পুরস্কার দেওয়া হয়েছে। ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশ প্রথমবারের মতো এই পুরস্কার পেল।

দেওয়ান কানন বলেন, শাওমির পক্ষ থেকে বাংলাদেশের বাজারকে ‘এমার্জিং মার্কেট’ হিসেবে উল্লেখ করেছে। ভবিষ্যতে দেশে শাওমিপ্রেমীরা আরও উন্নত পণ্য ও সেবা পাবেন।