Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Football => Topic started by: Anuz on September 30, 2017, 10:50:40 AM
-
এবারের ফিফা বর্ষসেরা গোলরক্ষকের লড়াইয়ে আছেন জানলুইজি বুফ্ফন। তার সঙ্গে আছেন রিয়াল মাদ্রিদের কেইলর নাভাস ও বায়ার্ন মিউনিখের মানুয়েল নয়ার। শুক্রবার এই তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বরাবরের মতো এবারও দুর্দান্ত কেটেছে বুফ্ফনের। ইউভেন্তুসকে টানা তৃতীয়বার ঘরোয়া ডাবল সেরি আ ও কোপা ইতালিয়া জেতাতে বড় অবদান রাখেন ইতালির এই গোলরক্ষক। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালের আগ পর্যন্ত মাত্র তিনটি গোল হজম করেছিল তার দল ইউভেন্তুস।
রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল নাভাসের। এছাড়া ইউরোপের সফলতম ক্লাবটির হয়ে গত মৌসুমে ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপও জিতেন কোস্টা রিকার এই গোলরক্ষক। বায়ার্ন মিউনিখের হয়ে টানা পঞ্চমবারের মতো বুন্ডেসলিগার শিরোপা জিতেন জার্মানির বিশ্বকাপ জয়ী গোলরক্ষক মানুয়েল নয়ার।
আগামী ২৩ অক্টোবর লন্ডনে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।