Daffodil International University
Bangladesh => Positive Bangladesh => Topic started by: Anuz on September 30, 2017, 11:15:51 AM
-
চীনে অনুষ্ঠিতব্য ৬৭তম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মূল আসরে লড়বেন বাংলাদেশের জান্নাতুল নাঈম এভ্রিল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচিত হলো লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। চীনে অনুষ্ঠিতব্য ৬৭তম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। জমকালো পরিসরে শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে পর্দা উন্মোচিত হয় লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ এর গ্র্যান্ড ফিনালে। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের (আইসিসিবি) নবরাত্রি হলে এই আয়োজনের চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হয়।
এতে সারাদেশ থেকে বাছাইকৃত সেরা দশপ্রতিযোগির মধ্যে চ্যাম্পিয়ন হলেন এভ্রিল। এতে প্রথম রানার আপ হয়েছেন জেসিয়া ইসলাম, দ্বিতীয় রানার আপ হন জান্নাতুন সুমাইয়া। গত আগস্ট থেকে শুরু হওয়া ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ শীর্ষক এ প্রতিযোগিতায় প্রায় ২৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় টিকে থাকা শীর্ষ ১০ প্রতিযোগীর মধ্যে অন্যরা হচ্ছেন- রুকাইয়া জাহান চমক, জান্নাতুল নাঈম অভ্রিল, জারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম তিফা, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা রানী দত্ত, ফারহানা জামান তন্দ্রা, জান্নাতুল সুমাইয়া হিমি এবং জেসিকা ইসলাম।
উপস্থাপক শিনা চৌহানের নাচ দিয়ে শুরু হয় এ তারকাখচিত বর্ণিল আয়োজনের। এরপর নবরাত্রি হলের হলভর্তি হাজারো দর্শকদের সামনে ১০ প্রতিযোগী মঞ্চে এসে একে একে নিজেদের পরিচয় দেন। এরপর প্রত্যেকেই নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন। নাচ, একাধিক ফ্যাশন কিউ এর মধ্য দিয়ে নিজেদেরও তুলে ধরেন প্রতিযোগীরা। এর বাইওে তারকা পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতো।
এক নজরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল নাঈম এভ্রিল
বয়স- ২০
লেখাপড়া- এলএলবি ২য় বর্ষ
শখ- বাইক চালানো, বাচ্চাদের সঙ্গে খেলা, দাতব্য কাজ
অন্যান্য গুণ- সাঁতার, বোলিং, গান গাওয়া, জিমন্যাস্টিক
দক্ষ- বাইক চালানো, ফটোতে সুন্দর দেখানো, মনমরাদের মন ভালো করে দেয়া, কোনো উপহার এমনভাবে র্যাপিং করা যা কেউ খুললেই অবাক হবে, ছোট বাচ্চা নিজের রাখা, খুব আশ্চর্যজনকভাবে কথা শুরু করা, হঠাৎ করেই কারো সঙ্গে জমিয়ে আলাপকালে কথা বন্ধ করে দেয়া।
জেলা- চট্টগ্রাম
স্বপ্ন- নিজেকে এমন জায়গায় অবস্থানে নিয়ে যাওয়া যেখানে মানুষ প্রতিটি কথার মূল্য দেবে।
সামাজিক কর্ম- ঢাকা ও চট্টগ্রামের দুটি রক্তদাতা গ্রুপের সঙ্গে যুক্ত, ভবিষ্যতে বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত হবো
পছন্দের খাবার- সব ধরনের বাঙালি ও চাইনিজ খাবার
রং- কালো
পোশাক- আমার সঙ্গে মানিয়ে যায় এমন সব পোশাক
গৃহপালিত পশু প্রেম - আছে, আমার একটি বিড়াল আছে যার নাম অস্কার। সে অনেক সুন্দর। আমার সব কষ্ট ভুলে যায় যখন সে আমার কাছে এসে লাফিয়ে কোলের উপর ওঠে।