Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Anuz on September 30, 2017, 09:33:47 PM
-
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ৩২০ রানে করে থামল বাংলাদেশের প্রথম ইনিংস। ফলে দক্ষিণ আফ্রিকা ১৭৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করবে। আজ ম্যাচের তৃতীয় দিন। দক্ষিণ আফ্রিকা কত রানে তাদের দ্বিতীয় ইনিংস শেষ করে সেটাই দেখার বিষয়। গতকাল ৩ উইকেটে ১২৭ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। তৃতীয় সেশনে গিয়ে ৩২০ রান তুলে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে তিন উইকেটে ৪৯৬ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩২০ (মুমিনুল ৭৭, মাহমুদউল্লাহ্ ৬৬)
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৪৯৬/৩ ডিক্লে. (এলগার ১৯৯, আমলা ১৩৭, মার্করাম ৯৭, বাভুমা ৩১*, ডু প্লেসি ২৬*; শফিউল ১/৭৪, মোস্তাফিজ ১/৯৮)।