Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: protima.ns on October 01, 2017, 11:45:40 AM
-
মধুর আরো কিছু উপকারিতা এবং ব্যবহার -
হাজারো গুণে ভরা মধুতে আছে গ্লুকোজ ও ফ্রুক্টোজ যা শরীরে শক্তি যোগায়। এর অন্যান্য উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জেনে নিন মধুর আরো কিছু উপকারিতা এবং ব্যবহার -
১) প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে ঠান্ডা লাগা, কফ, কাশি ইত্যাদি সমস্যা কমে যায়।
২) প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে ওজন কমে যায় কিছুদিনের মধ্যেই।
৩) মধুর সাথে দারুচিনির গুঁড়ো মিশিয়ে খেলে তা রক্তনালীর সমস্যা দূর করে এবং রক্তের খারাপ কোলেস্টেরলের পরিমাণ ১০% পর্যন্ত কমিয়ে দেয়।
৪) মধু ও দারুচিনির মিশ্রণ নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের ঝুকি কমে এবং যারা ইতিমধ্যেই একবার হার্ট অ্যাটাক করেছেন তাদের দ্বিতীয়বার অ্যাটাকের ঝুকি কমে যায়।
৫) যারা সারাক্ষন দূর্বলতায় ভুগছেন তারা প্রতিদিন সকালে এক চামচ মধু খেয়ে নিন এবং সারা দিন সবল থাকুন।
৬) সকালে ত্বকে মধু লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে মধুর বেশ কিছু উপাদান ত্বক শুষে নেয়। ফলে ত্বক মসৃণ ও সুন্দর হয়।
আর এসব উপকারিতা পেতে হলে দরকার খাঁটি মধু।
-
Thanks for sharing :)
-
good
-
nice
-
nice
-
Informative
-
Thanks.
-
Providing useful or interesting information.
-
nice
-
:)
-
Thanks
-
There are too many advantages...... :)
-
:)
-
:)
-
thanks for sharing.. :)
-
good to know
-
Thanks for sharing
-
:)
-
:)