Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: protima.ns on October 01, 2017, 01:23:53 PM

Title: প্রতিদিন পটল খাচ্ছেন তো? জেনে নিন পটলের চমৎকার সব উপকারিতা
Post by: protima.ns on October 01, 2017, 01:23:53 PM
প্রতিদিন পটল খাচ্ছেন তো? জেনে নিন পটলের চমৎকার সব উপকারিতা:
পটল ভাজা হোক কিংবা পটলের দোরমা ৷ অথবা দই পটল ৷ এসব খেতে তো দারুণ লাগে ৷ কিন্তু জানেন কি? পটল খাওয়া শরীরের পক্ষে কতটা ভালো ?

পটলে ভালো পরিমাণে ফাইবার থাকে যা খাদ্য হজমে সাহায্য করে। এছাড়াও এটি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা সমাধানে এবং লিভারের সাথে সম্পর্কিত সমস্যা সমাধানেও সাহায্য করে।

পটলের বীজ এমন একটি স্বাস্থ্যকর বীজ যা কোষ্ঠকাঠিন্য নিরাময়ে এবং মল নির্গমনে সাহায্য করে।

পটলে ক্যালরির পরিমাণ কম থাকে। তাই ওজন কমানোর জন্য নিশ্চিন্তে পটলের তরকারি খেতে পারেন। এটি পেট ভরা রাখতে ও খিদে কমাতে সাহায্য করে।

পটলের আরেকটি স্বাস্থ্য উপকারিতা হচ্ছে এটি রক্তকে পরিশোধিত করে। এর ফলে ত্বকের যত্নেও এই সবুজ সবজিটি ভালো কাজ করে।

পটলের ছোট গোলাকার বীচিগুলো কোলেস্টেরল ও ব্লাড সুগারের মাত্রা প্রাকৃতিকভাবে কমাতে সাহায্য করে।

আয়ুর্বেদ চিকিৎসায় ঠাণ্ডা, জ্বর ও গলা ব্যথা কমতে ঔষধ হিসেবে ব্যবহার হয় পটল।

পটলে ভিটামিন এ ও সি থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে ত্বকের জন্য উপকারী। ফ্রি র‍্যাডিকেলের বিস্তার রোধ করে বয়সের ছাপ প্রতিরোধে সাহায্য করে পটল।
Title: Re: প্রতিদিন পটল খাচ্ছেন তো? জেনে নিন পটলের চমৎকার সব উপকারিতা
Post by: Anuz on October 01, 2017, 06:16:18 PM
Its difficult to maintain regularly.......... :)