Daffodil International University

Entertainment & Discussions => Life Style => Fashion => Topic started by: Anuz on October 05, 2017, 09:20:38 PM

Title: জেসিয়া ইসলাম হলেন নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’
Post by: Anuz on October 05, 2017, 09:20:38 PM
জেসিয়া ইসলাম হলেন নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। প্রতিযোগিতায় আগের বিজয়ী ছিলেন জান্নাতুল নাঈম এভ্রিল। কিন্তু তার বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ এনে মুকুট প্রত্যাহারের ঘোষণা দেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার অন্যতম বিচারক বিবি রাসেল। এরপর নতুন করে বিজয়ী হিসেবে জেসিয়ার নাম ঘোষণা করা হলো। বুধবার ঢাকার ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে এভ্রিলের খেতাব বাতিলের ঘোষণা দিয়ে প্রথম রানার্স আপ জেসিয়ার মাথায় মুকুট পরানোর ঘোষণা দেওয়া হয়। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজকদের এই সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিচারক বিবি রাসেল বলেন, “ভুল সবারই হয়। আশা করি, বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।” বিচারকদের মধ্যে শম্পা রেজা ও চঞ্চল মাহমুদও উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে। বাকি দুজন জুয়েল আইচ ও সোনিয়া বশির কবির ছিলেন অনুপস্থিত।