Daffodil International University

Bangladesh => Positive Bangladesh => Topic started by: Anuz on October 05, 2017, 09:26:21 PM

Title: আমেরিকায় মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইডের বিচারক মোনালিসা
Post by: Anuz on October 05, 2017, 09:26:21 PM
মোজেজা আশরাফ মোনালিসা এখন প্রবাসী। দীর্ঘদিন ধরেই পর্দার আড়ালে রয়েছেন তিনি। বতর্মানে মার্কিন প্রবাসী। দু-তিন বছর পর বাংলাদেশে বেড়াতে আসেন। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) তার জন্মদিন। আর এই শুভ দিনেই সুখবর দিলেন মোনালিসা। সেটি হচ্ছে, ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড’র বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোনালিসা জানান, ২৬তম মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড ইউএসএ প্রতিযোগিতায় বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি। আন্তর্জাতিক তারকা বিচারক প্যানেলে এবারই প্রথম স্থান পেলেন বাংলাদেশের কেউ।

মোনালিসা লিখেছেন, বিচারক হওয়ার আমন্ত্রণ পেয়ে আমি গর্বিত। এটি আমার কাছে বিশেষ ও দারুণ একটি সম্মান। আন্তর্জাতিক বিচারক হিসেবে এখানে অংশ নেবো ভেবে আমি উচ্ছ্বসিত। বিশ্বের ৩৫টি দেশে অনুমোদিত মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড হলো ভারতের একমাত্র আন্তর্জাতিক প্রতিযোগিতা। এখানে বলিউড তারকারাও থাকবেন।

নিউ জার্সির রয়েল আলবার্টস প্যালেসের দ্য প্লাজায় শুক্রবার (৬ অক্টোবর) আর গ্র্যান্ড বলরুমে আগামী (৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড ও মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড প্রতিযোগিতা। প্রথম দিন ইভেনিং গাউন আর দ্বিতীয় দিন ভারতীয় পোশাকে সেজে বিচারকদের সামনে আসবেন প্রতিযোগীরা।