Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Anuz on October 05, 2017, 09:33:32 PM
-
পুরুষদের ম্যাচে প্রথম মহিলা আম্পায়ার হিসেবে ইতিহাস গড়তে চলেছেন অস্ট্রেলিয়ার ক্ল্যারি পোলোস্যাক। সিডনির হার্স্টভিল ওভালে নিউ সাউথ ওয়েলশের বিরুদ্ধে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের ক্লাব ম্যাচে অভিজ্ঞ আম্পায়ার পল উইলসনের সঙ্গে মাঠে থাকবেন ক্ল্যারি। নিজে কোনওদিন ক্রিকেট খেলেননি ক্ল্যারি পোলোস্যাক। কিন্তু তা সত্ত্বেও আম্পায়ারিং করছেন। এ বছরের মহিলা বিশ্বকাপেও চারটি ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি। এবার পুরুষদের ম্যাচে আম্পায়ারিং করে ইতিহাস গড়তে চলেছেন পোলোস্যাক। এ প্রসঙ্গে ক্ল্যারি বলেছেন, ‘আমি ক্রিকেট না খেলা সত্ত্বেও আম্পায়ার হয়েছি বলে অনেকেই অবাক হয়। তবে আমি সবসময় ক্রিকেট খেলা দেখতাম। আমার বাবা গাড়ি চালিয়ে আম্পায়ারিং কোর্স করতে নিয়ে যেতেন। বাবা-মায়ের উৎসাহেই আম্পায়ার হতে পেরেছি।’
পুরুষদের ক্রিকেট ম্যাচে আম্পায়ারিং করতে নামার আগে তাকে আলাদা প্রস্তুতি নিতে হবে না বলেই মনে করছেন ক্ল্যারি। তার মতে, তিনি মানসিকভাবে তৈরি। মাঠে সাত ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। তাই খেলোয়াড়দের মতোই ফিট থাকতে হয় আম্পায়ারদের। ২৯ বছর বয়সি ক্ল্যারি গত দু’বছর ধরে ক্রিকেট অস্ট্রেলিয়ার ডেভেলপমেন্ট আম্পায়ার প্যানেলে আছেন। তিনি এর আগে অস্ট্রেলিয়ায় পুরুষদের ঘরোয়া ক্রিকেট ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। এবার পুরুষদের ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন তিনি।