Daffodil International University

Health Tips => Food and Nutrition Science => Topic started by: Lazminur Alam on October 07, 2017, 06:39:42 PM

Title: প্লাস্টিকের বোতলে একটু সাবধান!
Post by: Lazminur Alam on October 07, 2017, 06:39:42 PM
ঘরে-বাইরে এখন দেদার ব্যবহৃত হচ্ছে প্লাস্টিকের বোতল। এক বোতল পানি কিনে খেলেন তো বোতলটা হয়ে গেল বারবার পানি খাওয়ার আধার। যত দিন যায় আর কি। শিশু সন্তানের স্কুলে পানি দেবেন? সেখানও ওই প্লাস্টিকের বোতল বা কনটেইনার দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, এসব প্লাস্টিক সামগ্রী ব্যবহার করা কতটা স্বাস্থ্যসম্মত বা শরীরের জন্য নিরাপদ?

Details: http://www.prothom-alo.com/bangladesh/article/1338666/প্লাস্টিকের-বোতলে-একটু-সাবধান
Title: Re: প্লাস্টিকের বোতলে একটু সাবধান!
Post by: Anuz on October 08, 2017, 09:31:32 AM
Thanks for sharing such an important issue.