Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: protima.ns on November 01, 2017, 12:17:01 PM

Title: প্রস্রাবের রঙ দেখে জেনে নিন আপনি কোন রোগে আক্রান্ত !!
Post by: protima.ns on November 01, 2017, 12:17:01 PM
প্রস্রাবের রঙ দেখে জেনে নিন আপনি কোন রোগে আক্রান্ত !!
ইদানিং কোন কারণে ডাক্তারের কাছে গেলেই অন্যান্য অনেক পরীক্ষা নিরীক্ষার সাথে ডাক্তার কিন্তু আপনাকে প্রস্রাব বা ইউরিনটেস্টও দিয়ে থাকেন। এটি কিন্তু অযথা নয় বরং অনেক বেশী গুরুত্বপূর্ণ। কেননা আপনার দেহের নানা পরিবর্তন বা অসুখের বিষয় ধরাপড়ে আপনার প্রস্রাবের পরীক্ষার মাধ্যমেই। আর আপনি নিজেও কিন্তু ঘরে বসেই জেনে নিতে পারেন অনেক অসুখের অগ্রিম বার্তা।কীভাবে? আপনার প্রস্রাবের রঙ দেখে। দেখে নিন আপনার প্রস্রাবের রঙ কেমন হলে আপনি কোন ধরনের স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।

১। স্বচ্ছ/সাদা :- আপনার প্রস্রাব যদি হয় স্বচ্ছ বা সাদা পানির মতন তবে আপনাকে সুস্থই বলা চলে। দেহে পানিশুন্যতা নেই। সুতরাং

যে পরিমাণ পানি পান করছেন তা আপনার সুস্বাস্থ্য ধরে রাখতে কাজে দিচ্ছে বলাই বাহুল্য!

২। হালকা হলুদ :- এটি ততটা ঝুঁকিপূর্ণ নয়। তবে দেহ থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো বেরিয়ে যাবার জন্যে আরো খানিকটা পানি

প্রতিদিন খাবার দরকার আছে আপনার।

৩। গাঢ় হলুদ :- এর অর্থ আপনার শরীর যথেষ্ট পানি পাচ্ছে না। আপনার দেহের পানিশুন্যতা রোধে দ্রুত যথেষ্ট পানি পান করা

প্রয়োজন।

৪। বাদামী বা কালচে বাদামী :- আপনার প্রস্রাবের রঙ যদি হয় বাদামী বা কালচে বাদামী রঙের তাহলে বুঝতে হবে আপনি হয়তো

লিভারের রোগে আক্রান্ত। অথবা চরম মাত্রার পানিশুন্যতাও এর আরেকটি কারণ হতে পারে। দ্রুত ডাক্তার দেখান।

৫। গোলাপী বা লালচে :- আপনি যদি সম্প্রতি জাম বা বিট জাতীয় ফল না খেয়ে থাকেন তাহলে বুঝতে হবে আপনার প্রস্রাবের সাথে

রক্ত যাচ্ছে। এর নানা কারণ থাকতে পারে। যেমন, কিডনির সমস্যা, মূত্রনালীর সংক্রমণ, টিউমার বা প্রোস্টেটের সমস্যা।

৬। ফেনাযুক্ত প্রস্রাব :- সাধারনত কিডনির সমস্যার কারণে ফেনাযুক্ত প্রস্বাব হতে থাকে। এটি যদি নিয়মিত হয়, তাহলে ডাক্তারের

পরামর্শ নিন। প্রস্রাবের রঙ দেখে মূলত আপনার দেহের পানির ভারসাম্য বুঝতে পারবেন। তবে যদি এতে কোন অস্বাভাবিক কিছু দেখে
Title: Re: প্রস্রাবের রঙ দেখে জেনে নিন আপনি কোন রোগে আক্রান্ত !!
Post by: Mousumi Rahaman on November 07, 2017, 11:56:30 AM
Informative post mam......Thanks
Title: Re: প্রস্রাবের রঙ দেখে জেনে নিন আপনি কোন রোগে আক্রান্ত !!
Post by: Raihana Zannat on December 18, 2017, 02:17:32 PM
Informative
Title: Re: প্রস্রাবের রঙ দেখে জেনে নিন আপনি কোন রোগে আক্রান্ত !!
Post by: munira.ete on December 18, 2017, 02:35:03 PM
Informative