জানা !! আবার অজানাও হতে পারে
- স্নায়ুতন্ত্র
(http://academickids.com/encyclopedia/images/0/0e/Arteriessystem.png)
একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে ৭ বার পেঁচানো যাবে। - রক্তকনিকার পথভ্রমণ
(http://www.mcwdn.org/body/arterialsystem.gif)
একস্থান থেকে শুরু করে সমগ্র শরীর ঘুরে ঐ স্থানে ফিরে আসতে একটি রক্ত কণিকা ১,০০,০০০ কিমি পথ অতিক্রম করে অর্থাৎ ২.৫ বার পৃথিবী অতিক্রম করতে পারে। - মস্তিষ্ক
(http://www.bd-pratidin.com/admin/news_images/160/thumbnails/image_160_29826.jpg)
আমাদের মস্তিষ্ক প্রায় ১০,০০০ টি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে। - আঙুলের ছাপ
(http://3.bp.blogspot.com/_j3QBW58gcoc/TFyH9eXjMGI/AAAAAAAAFmk/MpeF75UgMW8/s320/Stamp_PAD.jpg)
সকলেই জানি, একজন মানুষের আঙুলের ছাপ আরেকজন মানুষের আংউলের ছাপের সাথে মেলেনা। - ঠোঁটের ছাপ
(http://nimsdivine.com/wp-content/uploads/2010/11/Lip-Tattoos3.jpg)
আঙুলের ছাপের মতই, একজন মানুষের ঠোঁটের ছাপও অন্য আরেক জনের ঠোঁটের ছাপের সাথে কখনো মিলবে না।
(http://)
(http://)
জ্যাক স্প্যারোর
[/b]
(http://img.dailymail.co.uk/i/pix/2007/05_01/depp_468x572.jpg)
পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান-এর নায়ক জ্যাক স্প্যারোর জন্ম হয়েছিলো ভারত মহাসাগরের ঘূর্ণিঝড় আক্রান্ত এক জলদস্যুর জাহাজে!!
[/b]
কথা বলছি কথা
[/b]
(http://3gold.com/pictures/avatar/avt4.gif)
মহিলারা প্রতিদিন গড়ে ৭০০০ বাক্য বলেন, আন্যদিকে পুরুষরা বলে মাত্র ২০০০ বাক্য।
[/b]
হামিং বার্ড
[/b]
(http://2.bp.blogspot.com/_j3QBW58gcoc/TOFLgLhyH9I/AAAAAAAAGm0/ccaaVIrZtnw/s1600/hummingbird3.jpg)
পৃথিবীর সবচে ছোট পাখিটির নাম হামিং বার্ড, এটা সবাই জানে। কিন্তু এটা জানেন কি? একটি হামিং বার্ডের ওজন এক টাকার একটি কয়েনের চেয়েও কম। শুধু তাই নয়, হামিং বার্ড ভূমি থেকে উড়ে সোজা উপরের দিকে উঠতে পারে রকেটের মত করে আবার সোজা নিচেও নামতে পারে। শুধুকি তাই? এরা বাতাসে এক জায়গায় স্থির হয়েও উড়তে পারে হেলিকপ্টারের মত।
[/b]
গরু
[/b]
(http://www.dailykalerkantho.com/admin/news_images/341/image_341_104052.jpg)
যারা কুরবানির সময় হাটে যান তারা বিষয়টি চাক্ষুস করে থাকতে পারেন। বিষয়টি হচ্ছে- গরু সহজেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারলেও নামার সময় কোনভাবেই নামতে পারে না। ফলে গরুগুলি ট্রাক থেকে লাফিয়ে লাফিয়ে নামে।
[/b]
মোনালিসা
[/b]
[http://bd-pratidin.com/admin/news_images/118/image_118_21552.jpg[/img]
মোনালিসার ছবিতে একটু মনযোগ সহকারে লক্ষ্য করলে দেখতে পাবেন মোনালিসার কোনো আইব্রো নেই।
[/b]