Daffodil International University

Faculty of Engineering => Textile Engineering => Topic started by: Reza. on December 22, 2017, 07:54:34 PM

Title: Inferior quality indicator.
Post by: Reza. on December 22, 2017, 07:54:34 PM
যে ছাত্র নকল করে - সে আগেই জানে যে এছাড়া সে পাস করতে পারবে না।
সে জানে যে - ছাত্র হিসেবে সে ইনফিরিওর কোয়ালিটির।
যে অফিসকর্মী বসের কানে সহকর্মীর নামে মিথ্যা কুৎসা রটায় - সে জানে এছাড়া তার প্রোমশন ইঙ্ক্রিমেন্ট হবে না।
সে জানে কর্মী হিসেবে সে ইনফিরিওর কোয়ালিটির।
এইভাবে যদি আরো দেখা যায় - দেখা যাবে সকল নকল, মিথ্যা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যাবহারের পিছনের মূল কারণ হল - ইনফিরিওর কোয়ালিটি।
এই রকম ঘটনার শিকার হলে তাচ্ছিল্য মিশ্রিত করুণার হাসি ছাড়া আর কিছু আসা উচিৎ নয়।

(আমার পুরানো ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া।)   
Title: Re: Inferior quality indicator.
Post by: smriti.te on December 25, 2017, 01:51:26 AM
Well said...
Title: Re: Inferior quality indicator.
Post by: Reza. on January 03, 2018, 10:05:20 AM
Thank you for your appreciation.
Title: Re: Inferior quality indicator.
Post by: munira.ete on January 08, 2018, 10:25:16 AM
Nice post
Title: Re: Inferior quality indicator.
Post by: Reza. on March 14, 2018, 08:29:41 PM
Thank you for your comments.