Daffodil International University
Faculties and Departments => Business & Entrepreneurship => Real Estate => Topic started by: BRE SALAM SONY on August 31, 2011, 07:09:12 AM
-
ঈদ হলো এক রঙিন ঘুড়ি
ঈদ এলে মনে লাগে কলাপাতা ঢেউ
নতুনের আগমনে ফুরফুরে মন
দলবেঁধে ঘুরেফিরে কেটে যায় ক্ষণ
কার ঈদ ভেঙ্গে যায় খোঁজ রাখে কেউ?
ঈদ হলো খুশিগুলো ভাগ করে নেয়া
জামা টুপি দুখিদের ভাগ করে দেয়া
আতর সুবাস মেখে হবে কোলাকুলি
বুক মিলাবেই সবে মন খোলাখুলি।
কূলেকূলে দুলেদুলে নেচে যায় নদী
প্রজাপতি ফুলে ফুলে নাচে নিরবধি
টোলখাওয়া আকাশের রঙিন ওই ঘুড়ি
ঈদ হয়ে দেশে দেশে চলে যায় উড়ি।
ঈদ এলে মন আকাশ নীল আকাশ হয়
প্রীতি স¤প্রীতি বাড়ে কেটে যায় ভয়।
সবকিছু ভুলে গিয়ে একই আনন্দে সামিল হই সবাই। মানবিক সম্পর্কের এক অপুর্ব শক্তির সন্ধান পাই।
সকলকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র রিয়েল এস্টেট বিভাগের ছাতদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।
আব্দুস সালাম সনি
''ঈদ মোবারক''
Eid Mubarak
-
EID MUBARAK (http://i.123g.us/c/emar_eiduladha_flwrwish/card/109296.gif)