Daffodil International University
DIU Activities => Permanent Campus of DIU => Topic started by: Reza. on January 24, 2018, 12:23:57 AM
-
কলেজে পড়ার সময় একটি কাজ করতাম। যখন পড়তে ইচ্ছা করতো না - তখন আমাদের ক্লাসের রুমের ব্লক গুলো ঘুড়ে দেখতাম - আমাদের ক্লাসের কয়জন তখন পড়াশুনা করতেছে?
যদি বেশীর ভাগ তখন পড়াশুনা করতো তাহলে আমিও আবার পড়তে বসতাম। যদি বেশীর ভাগ অন্য কিছু করতো তাহলে আমি আর পড়তে বসতাম না। (আমার বন্ধুদের কখনও এইটা জানানো হয় নাই।)
এখনও ফেসবুকে লাইক দেওয়ার সময় মাঝে মাঝে এইটা দেখি যে আর কে ও কয়জন ওইটাতে লাইক দিয়েছে।
আমরা নিজেরাও জানিনা আমরা কত ভাবে অন্যদের বিভিন্ন কাজ করতে প্রভাবিত করি প্রতি মুহূর্তে। আমরা যদি কিছু নাও করি তাতেও অন্যজন যে প্রভাবিত হয় তার প্রমাণ আমি কলেজ লাইফেই পেয়েছি।
মানুষের অনেক ছোঁয়াচে রোগ রয়েছে। বসন্ত, ভাইরাল সহ বিভিন্ন প্রকারের জ্বর, স্কিন ডিজিস সহ অনেক অসুখই ছোঁয়াচে। যার কোন ছোঁয়াচে অসুখ হয় তার থেকে আমরা দূরে থাকি বা তাকে আলাদা করে দেই। আমরা জানি যে তা না করলে আমরাও অসুস্থ হয়ে যাব।
কিন্তু আমরা আমাদের দৈনন্দিন কাজে প্রতি মুহূর্তে যে আমাদের পাশের মানুষদের দ্বারা আক্রান্ত বা প্রভাবিত হই তা কি আমরা খেয়াল করে দেখেছি?
(আমার ফেসবুক পোস্ট থেকে।)