Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: saifulcse on January 30, 2018, 10:03:41 AM
-
ঢাকায় নতুন সার্ভিস চালুর ঘোষণা দিয়ে এক দফায় ভাড়া কমিয়েছে রাইড শেয়ারিং অ্যাপ উবার।শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে উবার কর্তৃপক্ষ ভাড়া কমানোর বিষয় এবং নতুন সেবা প্রিমিয়ার চালুর কথা জানায়।
উবার জানায়, নতুন ভাড়া হিসেবে উবার এক্স ব্যবহারকারীদের এখন থেকে বেইজ ভাড়া ৪০ টাকা হবে গুনতে হবে। যা আগে ছিল ৫০ টাকা।
এ ছাড়াও আগে যেখানে প্রতি কিলোমিটারে ভাড়া ২১ টাকা দিতে হতো সেটি আবার কিলোমিটার প্রতি তিন টাকা কমিয়েছে কর্তৃপক্ষ। এখন উবার এক্স এর কিলোমিটার প্রতি ভাড়া দিতে হবে ১৮ টাকা।
নতুন সার্ভিস উবার প্রিমিয়ারে বেইজ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা। আর প্রতি কিলোমিটারে ভাড়া গুনতে হবে ২২ টাকা।
উবার কর্তৃপক্ষ জানিয়েছে, বনানী রোড ১১ থেকে এয়ারপোর্ট পর্যন্ত আগে উবার এক্সে ভাড়া আসতো ৩৩০ টাকা। যেখানে বর্তমানে উবার এক্স সেই ভাড়া কমিয়ে রাখা হচ্ছে ২৯০ টাকা।
এর আগে গত বছরের ২২ নভেম্বর উবারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দক্ষিণ এশিয়ায় ৩৩তম শহর হিসেবে ঢাকায় উবার চালু হয়।
এরপর ২৪ নভেম্বর দেশে উবারের কার্যক্রমকে অবৈধ ঘোষণা করে নিষেধাজ্ঞা দেয় বিআরটিএ। কিন্তু সে নিষেধাজ্ঞা মাড়িয়ে এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে কোম্পানিটি।
সেই নিষেধাজ্ঞার মধ্যেও চলতি বছরের ২৩ জানুয়ারি একবার ভাড়া বাড়ায় উবার।
ইতোমধ্যে অ্যাপভিত্তিক গাড়ি সেবা দেওয়ার বিষয়টিকে অনুমোদন দিতে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। অ্যাপভিত্তিক গাড়ি সেবা কেমন হবে সে সম্পর্কে একটি নীতিমালা প্রণয়ন করার কাজও করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
-
Thanks sir for these information
-
Thank you.....
-
Now a days its become much popular. So, it will helps a lot.............