Daffodil International University
General Category => Common Forum => Topic started by: Mohammad Nazrul Islam on February 10, 2018, 10:57:38 AM
-
-
হোতুম-কাকে মিল-মিলেছে
করতে বাজি-মাত
দোয়েল\ময়নার সুর কারিয়া
মারবে তাদের জাত ।।
ছাগল-ভেড়ার অনেক বুদ্ধি
এ্যাঁটেছে নব ফন্দি,
হোমিং বার্ডের ঘর বানাইয়া
শিয়াল করবে বন্দি ।।
চুনুপুটির তিড়িং-বিরিং
হাটু পানির ঝিলে,
মাছরাঙ্গার সাধ বড়!
শিং মাছ খেতে গিলে ।।
ধরাকে আজ সরা ভেবে
তারা ছঁক আকঁছে কত !
জানে কি? সৃজনধারার সৃষ্টি তারা
মনের খুশি মত ।।