Daffodil International University
Religion & Belief (Alor Pothay) => Islam => Topic started by: afrin.ns on February 16, 2018, 10:59:27 AM
-
কোরআন আল্লাহর কিতাব। সৃষ্টি রচিত বই নয়। আল্লাহর পাঠানো গ্রন্থ। আল্লাহ মানুষ ও জিন জাতির পথনির্দেশ হিসেবে এ মহান কিতাব অবতরণ করেছেন। কোরআন আমার জন্য এসেছে। কোরআন আপনার জন্য এসেছে। কোরআন মুসলিমের জন্য এসেছে। কোরআন অমুসলিমের জন্য এসেছে। পণ্ডিত ও মূর্খ উভয়ের জন্য কোরআন এসেছে। দ্বিনদার ও অদ্বিনদার দুজনের জন্য এসেছে কোরআন মজিদ। আলেম, গরআলেম ও জাহেল—সবার জন্য এসেছে কোরআন।
এটাই রবের শেষ চিঠি। এরপর আর কোনো বার্তা নিয়ে আসমানি গ্রন্থ আসবে না। পৃথিবীর মৃত্যু পর্যন্ত এ মহান পুস্তক একমাত্র বার্তাবাহক।
পৃথিবীর অন্য বই পড়ুন, না পড়ুন—এই ঐশী বাণী আপনার পড়া উচিত। এই বই পড়া কর্তব্য। কারণ এই বই আপনার, আমার ও সবার জন্য মেসেজ নিয়ে এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ভরা এই কিতাব পড়া জরুরি নয় কি? আপনি দ্বিনদার হলে আপনার জন্য কোরআন। দ্বিনদার না হলে কোরআন আরো বেশি জরুরি। কেউ (আস্তাগফিরুল্লাহ) সংশয়ী বা অবিশ্বাসী হলে তার জন্য কোরআন তো পানির মতো জরুরি। কেউ কুফরে থাকলে তার জন্য এই বই বাতাসের মতো অনিবার্য। কেউ সুখ চাইলে তা আছে কোরআনে। কেউ জান্নাত চাইলে তা-ও আছে কোরআনে। জাগতিক সাফল্য চান? কোরআন পড়ুন। আখেরাতে সার্থকতা চান? কোরআনে আছে। উভয় ক্ষেত্রে কামিয়াবি চান? কোরআন পড়ুন, বুঝুন ও আমল করুন।
আল-কোরআন প্রয়োজনীয় সব আয়োজনের কথা বলে। কোরআন পড়লে বুঝবেন, কোরআন আপনার কথা বলছে। আপনার সুখ-দুঃখের গল্প করবে কোরআন আপনার সঙ্গে।
পৃথিবীতে হাজার হাজার ভাষা। বাংলাদেশেও অনেক ভাষা। পাহাড়ে গেলে বুঝবেন, ভাষার তরবেতর ও শব্দের বৈচিত্র্যময় বহুলতা। আমরা কেউ সব ভাষা জানি না, জানা সম্ভবও না। আসল কথা হলো, সংখ্যাগরিষ্ঠ মানুষ নিজের ভাষাটাও জানে না। আমরা তো নিজের বাংলা ভাষাও জানি না। আমাদের ধর্মীয় ভাষা আরবি। সেটি তো একেবারেই অজানা। মরুভূমির মতো আমার কাছে আরবি রহস্যময় ও অনালোচিত-অনালোকিত।
-
Right.