Daffodil International University

Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: safayet on March 01, 2018, 11:04:15 PM

Title: ১২ মিনিটে আবুধাবি থেকে দুবাই!
Post by: safayet on March 01, 2018, 11:04:15 PM
মাত্র ১২ মিনিটে আবুধাবি থেকে দুবাইয়ে যাতায়াত করা যাবে! অবিশ্বাস্য হলেও নতুন এই পরিবহন ব্যবস্থার নাম হাইপারলুপ। যুক্তরাষ্ট্রের ভার্জিন হাইপারলুপ ওয়ান কোম্পানি আবুধাবি ও দুবাইয়ের মাঝে এ হাইপারলুপ তৈরির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

২৮ ফেব্রুয়ারি, বুধবার ভার্জিন হাইপারলুপ ওয়ানের ওয়েবসাইটে তাদের পডের প্রথম ছবি প্রকাশ করা হয়। এর আগে ২৩ ফেব্রুয়ারি, শুক্রবার এক টুইটে দুবাই হাইপারলুপ পড তৈরির তথ্য জানায় হাইপারলুপ ওয়ান।

দুবাইয়ের রোড ট্রান্সপোর্ট অথরিটির (আরটিএ) সাথে যৌথ উদ্যোগে তৈরি হবে এই হাইপারলুপ। আরব আমিরাতের ইনোভেশন উইকের সময়ে এই ঘোষণা দেওয়া হল। খবর আইএফএলসায়েন্স।
Title: Re: ১২ মিনিটে আবুধাবি থেকে দুবাই!
Post by: munira.ete on March 11, 2018, 04:07:00 PM
Nice post.