Daffodil International University

Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: safayet on March 02, 2018, 01:08:07 PM

Title: বাংলাদেশে ফেসবুকের রক্তদান প্রক্রিয়ার ফিচার চালু
Post by: safayet on March 02, 2018, 01:08:07 PM
সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক বাংলাদেশে রক্তদানের প্রক্রিয়া সহজ করতে নতুন ফিচার চালু করেছে। ফেসবুকের এই ফিচারের মাধ্যমে যেকোনো রক্তদাতা ফেসবুক ব্যবহারকারী এই প্ল্যাটফর্মে সাইন আপ করতে পারবে। অন্যদিকে যার রক্ত দরকার তার আশপাশে রক্ত দেওয়ার মতো কে আছেন তা জানতে পারবেন।

২২ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে ফেসবুক বিষয়টি নিশ্চিত করে। ২৩ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশে ব্লাড ডোনেশন ফিচারটির আনুষ্ঠানিক উন্মোচন করবেন ফেসবুকের সাউথ এশিয়ার স্বাস্থ্যবিষয়ক ব্যবস্থাপক হেমা বুদারাজু এবং সাউথ এশিয়ার হেড অফ প্রোগ্রামস রিতেশ মেহ্‌তা।

ফেসবুক রক্তদানের প্রক্রিয়া সহজ করতেই বাংলাদেশে এই সেবা চালু করছে। যদিও বাংলাদেশ এই ফিচারে দ্বিতীয় দেশ। এর আগে ২০১৭ সালের অক্টোবরে ভারতে এই রক্তদান প্রক্রিয়ার সেবা চালু করেছিল ফেসবুক। সেখানে এই প্রক্রিয়ার সঙ্গে প্রায় ছয় লাখ রক্তদাতা সাইনআপ করেছেন।

এই ফিচারে আগ্রহী রক্তদাতারা সাইন ইন করে তাদের রক্তের গ্রুপ জানিয়ে দিতে পারবেন এবং সেখানে তার বসবাসের লোকেশনও থাকবে।

এরপর যখন কারও রক্ত দরকার হবে তখন স্বয়ংক্রিয়ভাবে একটি বার্তা চলে আসবে রক্তদাতার কাছে। তিনি যদি রক্ত দিতে চান তাহলে সেটি গ্রহণ করে যোগাযোগ করতে পারবেন।
Title: Re: বাংলাদেশে ফেসবুকের রক্তদান প্রক্রিয়ার ফিচার চালু
Post by: 710001113 on March 05, 2018, 07:07:23 PM
thanks
Title: Re: বাংলাদেশে ফেসবুকের রক্তদান প্রক্রিয়ার ফিচার চালু
Post by: munira.ete on March 11, 2018, 04:02:51 PM
Nice post.